শনিবার, ১২ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২৮, ২০২৫, ০১:১৯ পিএম

টিপু আলম মিলনের গল্পে ঈদের নাটক ‘লন্ডনি জামাই’

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২৮, ২০২৫, ০১:১৯ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বৈশাখী টিভির উপ-ব্যবস্থাপনা পরিচালক প্রধান সম্পাদক টিপু আলম মিলনের গল্পে ঈদের পর্বের ধারাবাহিক নাটকলন্ডনি জামাই ইউসুফ আলী খোকনের চিত্রনাট্যে নাটকটি নির্মাণ করেছেন গুণী নির্মাতা আল হাজেন। নাটকে অভিনয় করেছেন রাশেদ সীমান্ত, অহনা রহমান, আমিন আজাদ, শফিউল ইসলাম বাবু, কাঞ্চন প্রমুখ। নাটকটি বৈশাখী টিভিতে প্রচার হবে ঈদের দিন রাত ৭টা ৩০ মিনিটে।

গল্পকার টিপু আলম মিলন বলেন, ‘ব্যস্ততার কারণে এবার ঈদে একটি মাত্র নাটকের গল্প দিয়েছি, তা হলোলন্ডনি জামাই এতে রাশেদ সীমান্ত অহনা রহমান দারুণ অভিনয় করেছে। নাটকটি দর্শকদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস। কারণ, গল্পের প্রয়োজনেই নাটকের লোকেশন হিসেবে বেছে নেওয়া হয়েছে লন্ডন বাংলাদেশ।

নাটকের গল্প নিয়ে বলতে গিয়ে টিপু আলম মিলন বলেন, রাকিবের বাবা এবং রোজির বাবা ছোটবেলার বন্ধু। রাকিবের বাবা গ্রামের সামান্য কৃষক হলেও রোজির বাবা এখন হাজার কোটি টাকার মালিক। তবে রোজির বাবা যে এত ধন সম্পদের মালিক হয়েছে তার পেছনে অবদান রাকিবের বাবারই। তাই রোজির বাবা তার বন্ধুর প্রতি কৃতজ্ঞতা স্বরূপ তার একমাত্র মেয়ে রোজিকে রাকিবের সঙ্গে টেলিফোনে বিয়ের ব্যবস্থা করে। লন্ডনপ্রবাসী আধুনিকা রোজী বাবার মুখের দিকে তাকিয়ে এই বিয়েতে রাজি হয় কারণ, সে ভাবে, গ্রামের অশিক্ষিত মূর্খ ছেলে রাকিব, সে কি আর কোনোদিন লন্ডন আসতে পারবে?

কিন্তু ঘটনা ঘটে ভিন্ন। রোজির বাবা রাকিবকে পাসপোর্ট ভিসা করে মেয়ের অজান্তে লন্ডনে পাঠিয়ে দেয়। লন্ডনে রাকিব হাজির হওয়ার সঙ্গে সঙ্গে রোজির মাথায় আকাশ ভেঙ্গে পড়ে। রোজি লন্ডনের যে হাই সোসাইটিতে বসবাস করে, যেখানে বন্ধুবান্ধব আর পার্টি তার নিত্যদিনের সঙ্গী, সেখানে এই গ্রাম্য গণ্ডমূর্খ রাকিবকে কীভাবে মেনে নিবে সে? কিন্তু বাবার মুখের দিকে তাকিয়ে কিছু বলতেও পারছে না।

রোজি রাকিবকে দিয়ে নানান কষ্টকর সব কাজ করানো শুরু করে, যাতে করে রাকিব বাধ্য হয়ে রোজিকে ছেড়ে বাংলাদেশে চলে যায়। কিন্তু নাছোড়বান্দা রাকিব রোজির সব কথা শুনে। ঘটতে থাকে একের পর এক মজার সব ঘটনা। সবশেষে এক শিক্ষণীয় ঘটনার মধ্য দিয়ে পরিসমাপ্তি ঘটে নাটকের।

রূপালী বাংলাদেশ/রুআ

Shera Lather
Link copied!