ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার (১৯ মে) দুপুর আড়াইটার দিকে প্রিজন ভ্যানে করে তাকে কারাগারে পাঠানো হয় বলে নিশ্চিত করেছেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র সুপার কাওয়ালীন নাহার।
এর আগে, রোববার (১৮ মে) দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং সেখান থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রাজধানীর ভাটারা থানায় দায়ের করা একটি মামলায় গ্রেফতার দেখানো হয়।
সোমবার (১৯ মে) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে নুসরাত ফারিয়াকে হাজির করা হয়। সকাল সাড়ে ১০টার দিকে রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষে ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একইসঙ্গে আগামী ২২ মে জামিন শুনানির পরবর্তী দিন ধার্য করা হয়েছে।
শুনানির সময় কাঠগড়ায় নীরবে দাঁড়িয়ে ছিলেন নুসরাত ফারিয়া। রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী তাকে ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে জামিন বাতিলের আবেদন করেন। শুনানির সময় তাকে চোখ মুছতে দেখা যায়।
উল্লেখ্য, রাজধানীর ভাটারা থানা এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন এক হত্যাচেষ্টা মামলায় নুসরাত ফারিয়াসহ ১৭ জন অভিনয়শিল্পীকে আসামি করা হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা ওই আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে সরকারি দল আওয়ামী লীগের পক্ষ নিয়ে কাজ করেছেন এবং অর্থায়ন করেছেন। মামলাটি গত ২৮ এপ্রিল আদালতের নির্দেশে ভাটারা থানায় নথিভুক্ত হয়।
আপনার মতামত লিখুন :