রাজধানীর ডেমরা থেকে নারী নির্যাতনের অভিযোগে দায়ের করা এক মামলায় সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ মে) সকালে ডেমরার শারুরিয়ার আমতলার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, সোমবার (১৯ মে) ভুক্তভোগী নিজে বাদী হয়ে অপহরণ, জিম্মি করে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেপ্তার নোবেলকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
ব্যক্তিগত নানা আচরণের কারণে বিভিন্ন সময়ে আলোচনায় আসেন এই গায়ক। ২০১৯ সালে সালসাবিল মাহমুদকে বিয়ে করেন নোবেল। কিন্তু মাদক ত্যাগ না করায় সে সংসার টেকেনি। এরপর ২০২৩ সালের শেষে ফের নোবেলের বিয়ের খবর সামনে আসে।
অন্যদিকে, ২০২৩ সালে প্রতারণার এক মামলায় নোবেলকে গ্রেপ্তার করেছিল পুলিশ।