ঢাকা মঙ্গলবার, ২০ মে, ২০২৫

কারাগারে গায়ক নোবেল

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ২০, ২০২৫, ০৩:৩০ পিএম
নারী নির্যাতন মামলায় গায়ক নোবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

ধর্ষণের উদ্দেশে অপহরণ ও ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় কণ্ঠশিল্পী মাঈনুল আহসান নোবেলকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (২০ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়া উদ্দিন আহমেদ তাকে কারাগারে পাঠানোর এই আদেশ দেন।

এর আগে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডেমরা থানার উপপরিদর্শক ইলামনি। আসামিপক্ষে আইনজীবী জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ডেমরা থানার ওসি মাহমুদুর রহমান জানান, গত রাত ২টার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় গাড়িতে করে পালিয়ে যাওয়ার সময় নোবেলকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, ইডেন কলেজের এক ছাত্রীকে তার বাসায় সাত মাস আটকে নির্যাতন ও ধর্ষণের ঘটনার মামলায় তাকে গ্রেফতার করা হয়। মেয়েটিকে উদ্ধারের পর তার জবানবন্দি থেকে এসব তথ্য জানা যায়। পরে তার মামলায় কণ্ঠশিল্পী নোবেলকে গ্রেফতার করা হয়।

বর্তমানে নির্যাতিত ওই নারী শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন।