বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। কান চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে দেশের প্রথম সিনেমা হিসেবে স্বীকৃতি পেল আদনান আল রাজীব পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'আলি'।
শনিবার (২৪ মে) পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণার সময় ‘আলি’কে ‘বিশেষ সম্মাননা’ জানান স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগের প্রধান বিচারক, জার্মান নির্মাতা মারেন আদে।
বিচারকের ঘোষণার পর অতিথি সারিতে বসা নির্মাতা আদনান আল রাজীব উঠে দাঁড়ালে উপস্থিত সবাই করতালি দিয়ে তাকে অভিনন্দন জানান।
এই অর্জনের পর আদনান আল রাজীব তার ফেসবুক পোস্টে লেখেন, ‘এটা বাংলাদেশের জন্য।’ তার এই আনন্দ ও গর্বের অংশীদার হয়েছেন তার স্ত্রী, জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীও।
তিনি লিখেছেন, ‘বাংলাদেশ প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসব থেকে পুরস্কার পেল! অভিনন্দন আদন আল রাজীব ও 'আলি' টিমকে!’
এবারের কান চলচ্চিত্র উৎসবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে সর্বোচ্চ পুরস্কার 'পাম দ’র' জিতেছে ইজরায়েলি নির্মাতা তৌফিক বারহোম পরিচালিত ‘আই অ্যাম গ্ল্যাড ইউ আর ডেড নাউ’ সিনেমাটি।
আপনার মতামত লিখুন :