প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠককালে ৫টি দাবির কথা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার রাতে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিনি বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে সমসাময়িক বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। আমরা প্রধান উপদেষ্টাকে সমর্থন জানিয়েছি।
তিনি পদত্যাগ করার কথা ভেবেছিলেন; আমরা তাকে অনুরোধ করেছি- তিনি যেন তার প্রতিশ্রুত কাজগুলো বাস্তবায়ন করার পর ভিন্ন কোনো সিদ্ধান্ত নেওয়ার চিন্তা করেন।
নাহিদ ইসলাম বলেন, আমরা বিচার, জুলাই ঘোষণাপত্র জারি, সংস্কার, গণপরিষদ নির্বাচন এবং আহত ও শহিদ পরিবারগুলোতে পুনর্বাসনের আহ্বান জানিয়েছি। এজন্য আমরা সমন্বিত পরিকল্পনা বা রোডম্যাপ চেয়েছি।
তিনি বলেন, শহিদ ও আহতদের পরিবারগুলোকে পুনর্বাসনের প্রক্রিয়া ধীর গতিতে চলছে।
তাদের যে সঞ্চয়পত্র এবং ভাতা দেওয়ার প্রতিশ্রুতি ছিল তা এখনো দেওয়া হয়নি। এ কাজটি দ্রুত নিশ্চিত করার দাবি জানিয়েছি।
তিনি আরও বলেন, আমরা ফ্যাসিস্ট সরকারের আমলে হওয়া সব নির্বাচনকে অবৈধ ঘোষণা করার দাবি জানিয়েছি। কারণ, এসব নির্বাচন আদালতে এনে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে।
নির্বাচন কমিশন প্রসঙ্গে নাহিদ বলেন, নির্বাচন কমিশনে আমাদের আস্থা নেই। আমরা নির্বাচন কমিশন পুনর্গঠন করে দ্রুত স্থানীয় নির্বাচন আয়োজনের মাধ্যমে নাগরিক সেবা নিশ্চিত করার দাবি জানিয়েছি।
আপনার মতামত লিখুন :