ফরিদপুরের সদরপুরে দায়ের করা রাষ্ট্রদ্রোহিতার মামলায় যুবলীগ নেতা রুবেল শেখকে (৪০) গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। তিনি ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনের সহযোগী হিসেবে এলাকায় পরিচিত।
শনিবার (২৪ মে) দুপুর ২টার দিকে রুবেলকে আদালতে তোলা হয়।
সদরপুর থানার ওসি মো. নাজমুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রুবেল শেখ (৪০) সদরপুরের ছোনপঁচা গ্রামের বাসিন্দা ও শেখ মান্নানের ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার (২৩ মে) রাত ৯টার দিকে যৌথ বাহিনীর একটি দল সদরপুর উপজেলার আকোটেরচর ইউনিয়নের তালতলা বাজার এলাকা থেকে রুবেল শেখকে গ্রেপ্তার করে। পরে গত ৩ ফেব্রুয়ারি সদরপুর থানায় দায়ের করা রাষ্ট্রদ্রোহিতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
স্থানীয়রা জানান, রুবেল এলাকায় একজন ভূমিদস্যু হিসেবে পরিচিত। অভিযোগ রয়েছে, তিনি তালতলা গ্রামের সত্তরোর্ধ্ব কৃষক শেখ আব্দুর রউফের ১৬ শতাংশ জমি ও বসতবাড়ি জোরপূর্বক লিখে নেওয়ার জন্য চাপ প্রয়োগ করেন এবং সেখানে নিজের ঘরও তুলে ফেলেন। পুলিশের হস্তক্ষেপে বিষয়টি সাময়িকভাবে বন্ধ হলেও সালিশি নিষ্পত্তি তিনি মানেননি। ভুক্তভোগী পরিবারটি এ বিষয়ে সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের কাছে লিখিত অভিযোগ দিয়েছে।
ওসি নাজমুল হাসান আরও বলেন, রাষ্ট্রদ্রোহিতার মামলাটি ‘শেখ হাসিনাতেই আস্থা’ শিরোনামে একটি লিফলেট বিতরণের ঘটনার পরিপ্রেক্ষিতে দায়ের করা হয়। এতে প্রধান আসামি করা হয়েছে ফরিদপুর-৪ আসনের সাবেক এমপি মজিবুর রহমান নিক্সন চৌধুরীকে। মামলাটির বাদী সদরপুর থানার একজন উপপরিদর্শক।
আপনার মতামত লিখুন :