দীর্ঘ টানাপোড়েন শেষে অবশেষে আবারও শুরু হচ্ছে ওয়েব সিরিজ ‘লহু’-এর শুটিং। বাংলাদেশি চিত্রনায়ক আরিফিন শুভ ও টালিউড অভিনেত্রী সোহিনী সরকারকে নিয়ে নির্মিত এই সিরিজটির কাজ থমকে গিয়েছিল ফেডারেশনের নিয়ম লঙ্ঘনের অভিযোগে। ভারতীয় ডিরেক্টরস ফেডারেশনের অনুমতি ছাড়াই পরিচালক রাহুল মুখার্জী শুটিং শুরু করায় ফেডারেশনের পক্ষ থেকে তাকে সাসপেন্ড করা হয়। এরপর পুরো টালিউডে শুরু হয় জটিলতা।
ঘটনার সমাধানে এগিয়ে আসেন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস। তার মধ্যস্থতায় সব সমস্যা মিটে যায়। পরিচালক রাহুল জানান, ‘স্বরূপদা না থাকলে এটা সম্ভব হতো না। উনার সহযোগিতাতেই আমরা আবার শুটিং ফ্লোরে ফিরছি।’
চরকির ভারতীয় কর্মকর্তা অনিন্দ্য বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমাদের পক্ষ থেকেও কিছু ভুল ছিল, যা স্বরূপদা বুঝিয়ে দিয়েছেন। এখন আবার শুরু করছি ‘লহু’।’’
চরকি ও ভারতীয় টিমের মিলে করা এই কাজ শুরু থেকেই আলোচনায় ছিল। আরিফিন শুভর যুক্ত হওয়াকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
টালিউড ও বাংলাদেশের দর্শকদের আগ্রহ ছিল দেখার মতো। দ্বন্দ্ব কাটিয়ে শুটিং ফের শুরুর মধ্য দিয়ে নতুন করে ‘লহু’ সামনে এগিয়ে যাচ্ছে।
আপনার মতামত লিখুন :