সোমবার, ১৪ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৫, ০২:৩৮ পিএম

জুলাই অভ্যুত্থানের প্রতিবাদী ৬৩ গান এক মলাটে

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৫, ০২:৩৮ পিএম

আলোকচিত্রী ও অ্যাক্টিভিস্ট মনজুর হোসেনের সম্পাদনায় প্রকাশিত হচ্ছে  ‘জুলাইয়ের গান’। ছবি- সংগৃহীত

আলোকচিত্রী ও অ্যাক্টিভিস্ট মনজুর হোসেনের সম্পাদনায় প্রকাশিত হচ্ছে ‘জুলাইয়ের গান’। ছবি- সংগৃহীত

২০২৪ সালের জুলাইয়ে সংঘটিত ছাত্র-জনতার ঐতিহাসিক গণআন্দোলনের সময় যে গানগুলো আন্দোলনকারীদের সাহস ও প্রেরণা জুগিয়েছিল, সেইসব গান এবার সংকলিত হয়েছে একটি বইয়ে।

আলোকচিত্রী ও অ্যাক্টিভিস্ট মনজুর হোসেনের সম্পাদনায় প্রকাশিত হচ্ছে বইটি। নাম দেওয়া হয়েছে ‘জুলাইয়ের গান’।

এ বিষয়ে মনজুর হোসেন জানান, বইটি মূলত ‘জুলাই আন্দোলন’ চলাকালে প্রকাশিত ও জনপ্রিয় হয়ে ওঠা ৬৩টি প্রতিবাদী গানের সংকলন। ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সময়ে রাজপথে চলা আন্দোলনের সঙ্গে একাত্ম হয়ে উঠেছিল যেসব গান, সেগুলোর মধ্য থেকে বাছাই করে সাজানো হয়েছে এ সংকলন।

তাঁর ভাষায়, ‘এই বইটি সময়ের দলিল হয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি মূল্যবান ঐতিহাসিক প্রমাণ হয়ে থাকবে।’

২০২৪ সালের সেই উত্তাল সময়ে রাষ্ট্রীয় বাহিনীর দমন-পীড়নের বিরুদ্ধে যখন শিক্ষার্থীরা রাজপথে দাঁড়ায়, তখন স্লোগান ও সংগীত হয়ে ওঠে তাদের প্রধান অস্ত্র। মোহাম্মদ সেজানের র‍্যাপ ‘কথা ক’ ছিল সে সময়ের অন্যতম জনপ্রিয় প্রতিবাদী সংগীত, যা মুহূর্তেই তরুণদের মুখে মুখে ছড়িয়ে পড়ে। এ ছাড়া আরও অনেক প্রতিবাদী গান আন্দোলনের চালিকাশক্তিতে পরিণত হয়েছিল।

মনজুর বলেন, ‘তেভাগা আন্দোলনে যেমন হেমাঙ্গ বিশ্বাস ও সলিল চৌধুরীর গান কৃষকদের উজ্জীবিত করেছিল, কিংবা মুক্তিযুদ্ধে যেমন গান যোদ্ধাদের সাহস জুগিয়েছে, ঠিক তেমনি চব্বিশের অভ্যুত্থানে এই র‍্যাপ ও প্রতিবাদী গানগুলো ছাত্রদের সংগঠিত করেছে, আন্দোলনের মনোবল যুগিয়েছে।’

তিনি আরও জানান, চল্লিশটিরও বেশি বাংলা র‍্যাপ গান সরাসরি এই আন্দোলনে প্রভাব ফেলেছে। এগুলোর প্রতিটিতেই ছিল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ আর নতুন প্রজন্মের জেগে ওঠার বার্তা। 

মনজুর বলেন ‘অনেকেই বলত, তরুণরা রাজনীতিবিমুখ। কিন্তু এই আন্দোলনে তারাই গানকে হাতিয়ার বানিয়ে রাজপথ কাঁপিয়েছে।’

বইটি প্রকাশ করছে গয়রহ প্রকাশনী। এতে স্থান পেয়েছে মোহাম্মদ সেজান, ব্ল্যাকজ়, শূন্য ব্যান্ড, শায়ান, র‍্যাপার আর্কেমিসসহ একাধিক পরিচিত ও নবীন শিল্পীর গান। এমনকি এতে কাজী নজরুল ইসলামের গানও যুক্ত করা হয়েছে।

এর আগে ‘জুলাইয়ের দেয়ালচিত্র, দেশ সংস্কারের স্লোগান’ নামে আরেকটি গ্রাফিতি সংকলন গ্রন্থ প্রকাশ করেছিলেন মনজুর হোসেন। সেই বইয়ের জন্য তিনি ঢাকাজুড়ে ছড়িয়ে থাকা সাড়ে ১০ হাজারের বেশি দেয়ালচিত্র ফ্রেমবন্দি করে, সেখান থেকে ৪৫০টির বেশি চিত্র বেছে তুলে আনেন বইটিতে। এবার আন্দোলনের সাউন্ডট্র্যাক একত্রে তুলে ধরছেন ‘জুলাইয়ের গান’-এ।

মনজুর হোসেনের মতে, ‘ছাত্র আন্দোলনের এই গানের সংকলন শুধু সংগীতপ্রেমীদের জন্য নয়, এটি গণতন্ত্র, প্রতিবাদ ও স্বাধীন কণ্ঠস্বরের ইতিহাস। এই সংকলন দেখাবে- সাহস যখন হারিয়ে যেতে বসে, গান তখন অস্ত্র হয়ে ফিরে আসে।’

Shera Lather
Link copied!