মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৫, ১১:১৪ পিএম

টুকরো টুকরো জাতীয় পার্টিকে এক হওয়ার ডাক বিদিশার

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৫, ১১:১৪ পিএম

জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এরশাদ। ছবি- সংগৃহীত

জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এরশাদ। ছবি- সংগৃহীত

জাতীয় পার্টিকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী ও দলটির একাংশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা এরশাদ।

সোমবার (১৪ জুলাই) রাজধানীতে আয়োজিত জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান।

বিদিশা বলেন, ‘আমি দেশের জন্য কাজ করতে চাই, মানুষের জন্য কাজ করতে চাই, ইয়াং জেনারেশনকে পথ প্রদর্শন করতে চাই। সিনিয়র নেতারা যারা আরেকটা জাতীয় পার্টি করার চেষ্টা করছেন, প্লিজ এটা করবেন না। আসুন আমরা স্যারের রেখে যাওয়া পার্টি একসাথে করি। আলাদা, আলাদা, টুকরো, টুকরো জাতীয় পার্টি কখনোই অর্থ বহন করবে না। আসেন না একবার আমাদের পার্সোনাল ইগো বাদ দিয়ে আমরা সবাই আবার এক হই।’

তার এই বক্তব্যে জাতীয় পার্টিতে নতুন বার্তা আসে। বলা হচ্ছে, কয়েকবছর আগে শুরু হওয়া ‘জাতীয় পার্টির পুনর্গঠন প্রক্রিয়া’কে সামনে রেখে আবারও সামনে আসছেন বিদিশা। একইসঙ্গে সক্রিয় হচ্ছেন তার ছেলে এরিক এরশাদও।

এরশাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় বিদিশা বলেন, ‘আমাকে নিয়ে আপনারা ভয় পাবেন না, আমি এরিকের মা, মা-ই থাকতে চাই, এর থেকে পদ-পদবি আপনারা আমাকে দিতে হবে না। আমার কোনো প্রয়োজনও নেই।’

তিনি আরও বলেন, ‘আমার এমপি-মন্ত্রী হওয়ার কোনো খায়েশও নেই। আমি মানুষের জন্য কাজ করতে চাই, মানুষের হৃদয়ে বাস করতে চাই। আপনারা যারা সিনিয়র নেতারা তাদের বলতে চাই, আপনারা হচ্ছেন মাথার তাজ, মুকুট, আমরা  সম্মান দিয়ে রাখব আপনাদের। তবুও দয়া করে পার্টি ভাংবেন না।’

২০২৪ সালের ৫ আগস্ট পটপরিবর্তনের পর আওয়ামী লীগের ঘনিষ্ঠ জাতীয় পার্টির প্রবীণ নেতারা চুপ হয়ে যান। রওশন এরশাদ নীরব থাকেন। এই অংশের মহাসচিব হিসেবে কাজী মামুনুর রশীদ বিবৃতি দিতেন। বিদিশার সঙ্গে দূরত্ব তৈরি হয় তার। যদিও এই দুরত্ব এখন আর নেই। তারা একসঙ্গে জাতীয় পার্টির নেতৃত্বে থেকে দলটি গোছাচ্ছেন। 

আলোচনা সভায় বিদিশা এরশাদ বলেন, ‘হুসেইন মুহম্মদ এরশাদ প্রতিষ্ঠিত জাতীয় পার্টির রাজনীতি দেশের জন্য প্রাসঙ্গিক। আগামী নির্বাচন ও দেশের বর্তমান পরিস্থিতিতে জাতীয় পার্টির রাজনীতি মানুষের কাছে আকাঙ্ক্ষার বিষয়। দলের নেতাকর্মীরা চান হুসেইন মুহম্মদ এরশাদের সন্তান এরিকও সক্রিয় হোক।’

তিনি বলেন, ‘ছেলের মতো আমিও চাই তার পাশে থাকতে। আমি ও এরিক মানুষের জন্য কাজ করতে সক্রিয় হচ্ছি আবার। আজ ১৪ জুলাই সাবেক রাষ্ট্রপতির মৃত্যুবার্ষিকীতে আমাদের বার্তা থাকবে, আসুন আমরা সবাই এক সাথে স্বৈরাচার জি এম কাদের ও শেরীফা কাদেরের হাত থেকে জাতীয় পার্টিকে রক্ষা করি। এরশাদের রেখে যাওয়ার সম্পদকে রক্ষা করি।’

জানা গেছে, জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়েছে বিদিশা এরশাদকে। কাজী মো. মামুনুর রশীদকে মহাসচিব করা হয়েছে। বিষয়টি গত ১৯ জুন নির্বাচন কমিশনকে অবহিত করেছেন তারা। নির্বাচন কমিশন এ সংক্রান্ত অবহিতকরণের চিঠিটি গ্রহণ করেছে। অন্যদিকে, জাতীয় পার্টির উচ্চ পর্যায়ের নেতাদের একে একে দায়িত্ব থেকে সরিয়ে দিচ্ছেন জিএম কাদের।

 
বিদিশা এরশাদ তার বক্তব্যে বলেন, ‘চেয়ারম্যান হবে কে, মহাসচিব হবে কে, পদ-পদবি চিন্তা না করে ঐক্যবদ্ধভাবে জাতীয় পার্টিটাকে জি এম কাদেরের হাত থেকে বাঁচানো  আমাদের প্রধান কর্তব্য হওয়া উচিত এই মুহূর্তে। আসুন, এরশাদের নামটা আমরা ছড়িয়ে দিই সারা দেশে। এরশাদ ভালো ভালো যে কাজগুলো করে গেছেন সেগুলো বেশি বেশি করে মানুষের মাঝে জানিয়ে দিই আমরা, ছড়িয়ে দিই আমরা এরশাদের নাম।’

Shera Lather
Link copied!