ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির বর্তমানে কাজ নিয়ে ভীষণ ব্যস্ত সময় পার করছেন। এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে শৈশবের স্মৃতিচারণ করেছেন এবং বরিশাল বিভাগের প্রতি তার গভীর ভালোবাসার কথা জানিয়েছেন।
সাফা কবির তার পোস্টে লিখেছেন, ‘আমার হৃদয়ের একটি অংশ বাস করে বরিশালে। প্রতিবার যখন বরিশাল যাই, একটা গভীর, অজানা টান অনুভব করি— মনে হয়, আত্মার একটা অংশ এই জায়গার সঙ্গে জড়িয়ে আছে। বরিশালে যে শান্তি পাই, তা আর কোথাও মেলে না।’
‘আবার নতুন করে প্রেমে পড়ে যাই- কাদামাখা রাস্তা, আঁকাবাঁকা নদী, বৃষ্টির পর মাটির ঘ্রাণ, আর অবশ্যই, বরিশালের অসাধারণ খাবার। বরিশালের মানুষই অভিজ্ঞতাকে আরও বিশেষ করে তোলে— এত বিনয়ী, এত সহৃদয়, আর ভালোবাসায় ভরা। আর খাবারের কথা কি বলব।’
বরিশালের প্রাকৃতিক সৌন্দর্য ও সহজ জীবনযাত্রার প্রতি মুগ্ধতা প্রকাশ করে সাফা লিখেছেন, ‘আবার নতুন করে প্রেমে পড়ে যাই—কাদামাখা রাস্তা, আঁকাবাঁকা নদী, বৃষ্টির পর মাটির ঘ্রাণ, আর অবশ্যই, বরিশালের অসাধারণ খাবার।’
বরিশালের মানুষের আতিথেয়তাও তাকে বিশেষভাবে আপ্লুত করেছে। অভিনেত্রীর ভাষ্যে, ‘বরিশালের মানুষই অভিজ্ঞতাকে আরও বিশেষ করে তোলে—এত বিনয়ী, এত সহৃদয় আর ভালোবাসায় ভরা।’
‘প্রতিটা পদ ছিল মুখরোচক স্থানীয় মজাদার খাবার, প্রতিদিনের তাজা ডাব আর নরিকেল (এক দিনও মিস করিনি!) আর সেই মিষ্টি, ঘন গুড় একেবারে অসাধারণ।’
তুমি আমার হৃদয় জয় করেছো উল্লেখ করে শেষে লিখেছেন, ‘এইবার গিয়েছিলাম শুটিংয়ের কাজে, কিন্তু সেটা যেন রূপ নিল এক পূর্ণ, মন-ভরানো সফরে— লঞ্চে পা রাখার মুহূর্ত থেকে শুরু করে বিদায় নেওয়া পর্যন্ত। বরিশাল, তুমি আমার হৃদয় জয় করেছ।’
আপনার মতামত লিখুন :