রবিবার, ০৩ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১, ২০২৫, ১২:১৪ পিএম

বাঁধন-সোহানা দ্বন্দ্বে উত্তপ্ত নেটপাড়া

রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১, ২০২৫, ১২:১৪ পিএম

আজমেরী হক বাঁধন ও সোহানা সাবা।           ছবি- সংগৃহীত

আজমেরী হক বাঁধন ও সোহানা সাবা। ছবি- সংগৃহীত

গত বছরের আলোচিত ‘জুলাই আন্দোলন’ যেন এখনও থামছে না। রাজপথ থেকে সোশ্যাল মিডিয়া, সর্বত্রই এর রেশ রয়ে গেছে। এবার সেই আন্দোলনের রেশ গড়াল দেশের বিনোদন অঙ্গনেও-ভার্চুয়াল দ্বন্দ্বে জড়ালেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও সোহানা সাবা।

মূলত, বৃহস্পতিবার (৩১ জুলাই) বাঁধনের একটি ফেসবুক পোস্টকে ঘিরে তৈরি হয় এ দ্বন্দ্ব। এক নারী ব্যবহারকারীর করা তীব্র সমালোচনামূলক মন্তব্যের স্ক্রিনশট শেয়ার করেন সোহানা সাবা।

তিনি লেখেন, এই কমেন্টটা আপু ডিলিট করে দিয়েছেন... হয়তো দিদিটিকে ব্লকও করেছেন... ভাগ্যক্রমে আমার টাইমলাইনে ভেসে উঠেছিল, তাই সঙ্গে সঙ্গে স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম।

শেয়ার করা স্ক্রিনশটে দেখা যায়, সেই নারী বাঁধনকে উদ্দেশ করে লিখেছেন, সারা জীবন ড্রামাবাজি করে সতী সাজতে চেয়েছেন... আপনি আপাদমস্তক একজন ভণ্ড। আপনার পুরো জগৎটা ঘোরে আপনাকে ঘিরেই। কী জীবন আপনার! করুণা লাগে আপনাকে দেখে। কেউ যদি সত্যিই গুরুত্বপূর্ণ হতেন, তাহলে কলকাতায় গিয়ে ব্যক্তিজীবনের কেচ্ছা গাইতেন না।

সাবা পরে মন্তব্যে ব্যাখ্যা দিয়ে জানান, প্রথমে ভেবেছিলাম স্ক্রিনশট নিয়ে কিছু পোস্ট করব না। কিন্তু পরে মনে হল এটা তো পাবলিক পোস্ট, যে কেউ নিতে পারে, শেয়ার করতেও পারে। তাই আমিও করলাম।

এর কিছুক্ষণের মধ্যেই বাঁধন নিজের ফেসবুক অ্যাকাউন্টে দীর্ঘ প্রতিক্রিয়া জানান। নাম না করে ইঙ্গিতপূর্ণভাবে লেখেন, আমার কিছু সহকর্মী-যাদের সঙ্গে আমি একসঙ্গে কাজ করেছি, মঞ্চে দাঁড়িয়েছি, যাদের বিশ্বাস করতাম, তারা ইন্টারনেটে আমার ওপর নির্মম ও অপমানজনক আক্রমণ চালাচ্ছেন। তাদের কথাগুলো ছিল অমানবিক, উদ্দেশ্য ছিল আমাকে ছোট করা। তারা শুধু আমাকে নয়, আমি যা কিছুতে বিশ্বাস করি, সেগুলোকেও অসম্মান করছে। এই তালিকায় জাতীয় পুরস্কারপ্রাপ্তরাও আছেন।

বাঁধনের এই বক্তব্য থেকেই অনেক নেটিজেন ধারণা করছেন, এটি সরাসরি সোহানা সাবাকে উদ্দেশ করেই দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ‘জুলাই আন্দোলন’-এর সময় শিক্ষার্থীদের সঙ্গে সরব সংহতি জানিয়েছিলেন বাঁধন, রাজপথেও অংশ নেন। বিপরীতে সোহানা সাবা ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে, একাধিক বিতর্কিত গ্রুপচ্যাটের সঙ্গে তার নাম জড়ায়।

এই দুই শিল্পীর সাম্প্রতিক ভার্চুয়াল সংঘাত তাই শুধুই ব্যক্তিগত নয়, বরং তার পেছনে রয়েছে মতাদর্শিক বিভাজনও-মনে করছেন অনেকেই।

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!