ঢাকা বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

ছেলের সঙ্গে শাকিব, ছবিতে নেই বুবলী

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৫, ০৩:৩৮ পিএম
ছেলের সঙ্গে শাকিব খান। ছবি- সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমে শাকিব খান ও তাদের একমাত্র সন্তান শেহজাদ খান বীরের একটি ছবি শেয়ার করেছেন শবনম বুবলী। তবে এই ছবিতে নেই বুবলী।

২০১৮ সালে গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন শাকিব ও বুবলী। তাদের ঘর আলো করে আসে পুত্রসন্তান শেহজাদ। যদিও বিয়ের খবর প্রকাশ্যে আসে আরও পরে। এরপর থেকেই তাদের সম্পর্কে ফাটলের খবর ছড়িয়ে পড়ে।

শাকিব খান বিভিন্ন সময় সাক্ষাৎকারে বুবলীর সঙ্গে সম্পর্ক নেই বলে জানালেও, সন্তানের মা হিসেবে তাদের মধ্যে যোগাযোগ আছে বলে উল্লেখ করেন। তবে সাম্প্রতিক সময়ে বুবলীর পোস্ট করা ছবি শোরগোল ফেলে দেয়। এই ছবিতে শাকিব ও বুবলীকে এমনভাবে দেখা যায় যা নতুন কোনো সম্ভাবনার ইঙ্গিত দেয়।

তবে আজ বুবলীর পোস্ট করা ছবি নতুন গল্প তৈরি করেছে।

ছবিতে দেখা যায়, আমেরিকার ফ্লোরিডায় অবস্থিত ডিজনি ওয়ার্ল্ডের সামনে ছেলেকে পরম মমতায় জড়িয়ে ধরে আছেন শাকিব। দুজনের চোখে রোদচশমা, আর মুখে হাসির ঝলক।

ছবিটি শেয়ার করে বুবলী ক্যাপশনে লিখেছেন, ‘পৃথিবী ভ্রমণ, ডিজনি ওয়ার্ল্ড ফ্লোরিডা আমেরিকা।’ এর সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি।

নতুন আলোচনার কারণ হলো বুবলীর পোস্ট করা ছবিতে শাকিব ও বীর থাকলেও বুবলী নেই। আর শাকিব বীরকে নতুন ও ভালো কিছু স্মৃতি দেবেন বলে যে কথা দিয়েছিলেন, এই ছবি দেখে মনে হলো শাকিব তার কথা রাখছেন।