রবিবার, ১১ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিনোদন ডেস্ক

প্রকাশিত: মে ১১, ২০২৫, ০৬:২৯ এএম

অপারেশন সিঁদুর সিনেমা বানানোর প্রতিযোগিতায় ১৫ প্রযোজনা সংস্থা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: মে ১১, ২০২৫, ০৬:২৯ এএম

অপারেশন সিঁদুর সিনেমা বানানোর প্রতিযোগিতায় ১৫ প্রযোজনা সংস্থা

নিকি ভিকি ভাগনানি ফিল্মস-র অপারেশন সিঁদুর সিনেমার বিতর্কিত পোস্টার। ছবি - সংগৃহীত

পাকিস্তানে ভারতের ‘অপারেশন সিঁদুর’ শুরু হতেই যেন বলিউডে শুরু হয়েছে নাম নিবন্ধনের প্রতিযোগিতা। কেউ যেন কারও চেয়ে পিছিয়ে না পড়ে- এমন এক হুলস্থুল অবস্থা এখন মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে। 

মাত্র দুই দিনের ব্যবধানে বলিউডের অন্তত ১৫টি প্রযোজনা সংস্থা সিনেমার নাম নিবন্ধন করেছে ‘অপারেশন সিঁদুর’ শিরোনামে। অথচ এই সময়টাতেই দেশে যুদ্ধ পরিস্থিতি, সীমান্তে উত্তেজনা। অথচ বলিউড যেন সিনেমা বানানোর হিড়িকে সবকিছু ভুলে গেছে।

এর মধ্যেই পোস্টার প্রকাশ করে বিতর্কে জড়ান নির্মাতা উত্তম মাহেশ্বরী ও নিতিন কুমার গুপ্তা। ‘নিকি ভিকি ভাগনানি ফিল্মস’ ও ‘দ্য কনটেন্ট ইঞ্জিনিয়ার’-এর ব্যানারে নির্মিতব্য ওই সিনেমার নামেই দেখা যায় ‘অপারেশন সিঁদুর’। 

পোস্টার প্রকাশের পর থেকেই নেটদুনিয়ায় শুরু হয় তীব্র সমালোচনা। যুদ্ধ পরিস্থিতির মধ্যে এত তাড়াহুড়ো করে সিনেমা প্রচারের চেষ্টা নিয়ে প্রশ্ন তোলে অনেকেই। শেষমেশ চাপের মুখে ক্ষমা চান নির্মাতা উত্তম মাহেশ্বরী।

তিনি বলেন, ‘ভারতীয় সশস্ত্র বাহিনীর সাম্প্রতিক বীরত্বের নিদর্শনে অনুপ্রাণিত হয়ে ‘অপারেশন সিঁদুর’- এর ওপর ভিত্তি করে একটি সিনেমার ঘোষণা করেছিলাম। তবে এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কারও অনুভূতিতে আঘাত করা বা কাউকে উসকে দেওয়ার অভিপ্রায় আমার ছিল না।’ 

একই সঙ্গে তিনি আরও বলেন, ‘দেশের প্রতি শ্রদ্ধা জানাতেই সিনেমার ঘোষণা দিই, যশ-খ্যাতি অর্জনের জন্য নয় কিংবা টাকা কামানোর জন্য নয়। তবে এমন সংবেদনশীল সময়ে হয়তো আমার পোস্টার কারও কাছে অস্বস্তির কারণ হয়ে উঠেছে। এর জন্য আমি গভীরভাবে দুঃখিত। ক্ষমা চাইছি।’ পোস্টারটি সামাজিক যোগাযোগমাধ্যম থেকেও সরিয়ে ফেলা হয়েছে।

ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়েজের সভাপতি বি এন তিওয়ারি নিশ্চিত করেছেন, এখন পর্যন্ত ‘অপারেশন সিঁদুর’ নিয়ে অন্তত ১৫টি সিনেমার নাম নিবন্ধন হয়েছে। অথচ কোনো প্রকল্পেরই এখনো চিত্রনাট্য লেখা শুরু হয়নি। কেবল ঘটনাটি ঘটে গেছে বলেই নির্মাতারা দ্রুত নাম দখলে রাখতে চাইছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক নির্মাতা বলেন, ‘ভারতে কোনো জাতীয় ঘটনা ঘটলেই সেটা নিয়ে সিনেমা বানাতে মরিয়া হয়ে ওঠেন নির্মাতারা। কে কার আগে নাম নিবন্ধন করবেন, সেটা নিয়ে শুরু হয় প্রতিযোগিতা। ‘উরি’,‘ফাইটার’,‘ওয়ার’- এসব সিনেমার সাফল্য তাঁদের আরও উৎসাহী করে তুলেছে।’

নির্মাতা অশোক পণ্ডিতও নাম নিবন্ধন করেছেন ‘অপারেশন সিঁদুর’ শিরোনামে। তিনি বলেন, ‘এ রকম ঘটনা দেখলেই আমরা আগে নামটা বুক করে ফেলি। পরে দেখা যাবে কী বানানো যায়।’

বলিউডের এই আচরণকে কেউ কেউ বলছেন ‘যুদ্ধ বাণিজ্য’। সেনাদের রক্ত ঝরার আগেই যখন নাম নিবন্ধন হয়ে যায় সিনেমার, তখন এটাকে দেশপ্রেম বলা কঠিন। বরং প্রশ্ন ওঠে, যশ-খ্যাতির নামে আর কতটা আগেভাগে যুদ্ধ বেচবে বলিউড?

আরবি/নক

Link copied!