ওপার বাংলার দুই জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা রায় ও দীপ্সিতা মিত্র একইদিনে তাদের সংসার ভাঙার খবর জানিয়েছেন। এ খবরে শোবিজপাড়ায় চলছে তুমুল আলোড়ন। ভক্তরাও এই খবরে হতবাক।
সুস্মিতা রায়ের বিবাহবিচ্ছেদের খবরটি আসে তার স্বামী সব্যসাচীর সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে। নিজের স্ত্রীর জন্মদিনের সকালে সব্যসাচী লেখেন, ‘এটাই শেষ জন্মদিনের শুভেচ্ছা, কারণ আমরা আলাদা হচ্ছি।’ পরে সুস্মিতাও সেই পোস্ট শেয়ার করেন এবং ভক্তদের এই কঠিন সময়ে পাশে থাকার অনুরোধ জানান।
জানা যায়, এর আগেও একবার তারা আলাদা হয়েছিলেন, পরে ফের একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে এবার দু’জনেই নিশ্চিত করেছেন, তাদের সংসার ভেঙে যাচ্ছে।
একই দিনে আরেক অভিনেত্রী দীপ্সিতা মিত্র ইনস্টাগ্রামে জানিয়েছেন, তার স্বামী অভিনেতা কৌশিক চক্রবর্তীর সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে।
‘আলো ছায়া’ ধারাবাহিকের সেটে তাদের পরিচয়, এরপর ২০২২ সালের ২ ফেব্রুয়ারি বিয়ে করেন তারা। মাত্র তিন বছরের মধ্যেই তাদের দাম্পত্য জীবনের ইতি ঘটল। তবে বিচ্ছেদের কারণ সম্পর্কে কেউই বিস্তারিত কিছু বলেননি। দু’জনেই জানিয়েছেন, এটি তাদের দু’জনের যৌথ সিদ্ধান্ত।
একই দিনে দুই তারকার বিচ্ছেদের খবরে শোবিজে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অনেক ভক্ত মেনে নিতে পারছেন না তাদের প্রিয় তারকাদের এই বিচ্ছেদ। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা প্রশ্ন তুলছেন, ‘ভাঙা ফ্রেমটাকে কি আর একবার জোড়া লাগানো যায় না?’