জুলাই বিপ্লব নিয়ে দেশজুড়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এই বিতর্কের মাঝে নিজের অবস্থান স্পষ্ট করেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, যারা জুলাই বিপ্লবকে ভুল বলে, তাদের জন্য তিনি সত্যি দুঃখ অনুভব করেন।
বাঁধন বলেন, ‘ওই সময়ের পরিস্থিতি এমন ছিল, যেখানে মানুষের সহ্য করার সীমা পেরিয়ে যায়। সরকার তো একদিনে ফ্যাসিস্ট হয়ে যায় না-ধাপে ধাপে মানুষের অধিকার আর কণ্ঠস্বর কেড়ে নিতে নিতে তারা ফ্যাসিস্ট হয়ে ওঠে।’
তিনি মনে করেন, তখন আর অন্য কোনো রাস্তা খোলা ছিল না। সেই আন্দোলন একদম প্রয়োজনীয় হয়ে দাঁড়ায়।
তিনি ৫ আগস্টের কথা স্মরণ করে বলেন, ‘যারা সেদিন রাস্তায় ছিল না, তারা কোনো দিন বুঝতে পারবে না সেই আনন্দ কতটা বিশুদ্ধ ছিল-যখন সে ভীতুর মতো দেশ ছেড়ে পালিয়ে যায়।’
বাঁধন বলেন সেই আনন্দ ছিল একদম বাস্তব। তিনি নিজের প্রতিটি হৃদস্পন্দনে সেই আনন্দ অনুভব করেন। তার ভাষায়, ‘ওইরকম স্বাধীনতা আর শক্তি একসঙ্গে রাস্তায় দাঁড়িয়ে অনুভব করার অভিজ্ঞতা জীবনে একবারই আসে।’
বাঁধন বলেন, ‘হ্যাঁ, বিপ্লবের পরে অনেক কিছু ঘটে, সব কিছু সুখকর হয় না। তবে এটা স্পষ্ট-জুলাই বিপ্লব সঠিক সময়ে, সঠিক কাজ ছিল।’
তিনি আরও বলেন, ‘আমরা এক হই আমাদের অধিকার আর দেশকে ভালোবেসে। সেই মুহূর্ত স্মরণীয়। আমরা স্বপ্ন দেখি ভালো কিছুর জন্য। আমি সেই আশাই বুকে রাখি।’
জুলাই বিপ্লব নিয়ে দেশের সমাজ এবং সংস্কৃতি অঙ্গনে নানা মতবিরোধ তৈরি হয়েছে। এই বিতর্ক আরও গাঢ় হয় যখন কয়েক দিন আগে অভিনেতা সাইদুর রহমান পাভেল সরাসরি লাইভে এসে বলেন, ‘জুলাই আন্দোলন ভুল করসি।’
পাভেলের এই বক্তব্যে অনেকেই বিস্মিত হন। কিছু মানুষের কাছে এটি আন্দোলনের মূল স্পিরিটের প্রতি অসম্মান বলে মনে হয়, আবার কেউ কেউ বলেন, মত বদলানো মানুষের অধিকার।
এই পোস্টের মাধ্যমে বাঁধন আবারও স্পষ্ট করে জানান যে, আন্দোলন ছিল সময়ের দাবি। তবে এটি সরাসরি পাভেলের বক্তব্যের প্রতিক্রিয়া কিনা, সেই প্রশ্ন থেকে যায়। নিশ্চিত হওয়া যায়নি, তবে সময় এবং প্রসঙ্গ মিলিয়ে অনেকেই বিষয়টিকে একই সূত্রে গাঁথার চেষ্টা করছেন।
জুলাই বিপ্লবের পর নানা ঘটনা, মতপার্থক্য এবং ভিন্নমত তৈরি হলেও, বাঁধনের মতে, সে সময় রাজপথে দাঁড়ানোই ছিল সবচেয়ে জরুরি কাজ।