কুমিল্লার মুরাদনগরে এক নারীর ওপর নির্মম ধর্ষণের ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই তীব্র প্রতিক্রিয়ায় ফেটে পড়েছেন সবাই। সাধারণ মানুষ থেকে শুরু করে বিনোদন অঙ্গনের অনেকেই বিস্মিত, ক্ষুব্ধ। জনপ্রিয় অভিনেতা সাইদুর রহমান পাভেলও ক্ষোভ চাপতে পারেননি।
ফেসবুক লাইভে এসে তিনি বলেন, ‘এদের মেরে ফেলেন, ফাঁসি দিন, প্রকাশ্যে ক্রসফায়ার করেন।’ সরাসরি সেনাবাহিনী ও দেশের দায়িত্বশীলদের উদ্দেশে তিনি বলেন, ‘এদের জনসম্মুখে ফাঁসি দিন, এদের পরিবারকে সামনে আনুন।’
পাভেল বলেন, ‘এমন ঘটনা ঘটিয়ে যারা ভিডিও করেছে, তাদের বিচার হোক প্রকাশ্যে। দেশের পরিস্থিতি এখন আরও খারাপ। স্বৈরাচারের সময়ও এতটা খারাপ ছিল না। মনে হচ্ছে আমরা ভুল করসি ভাই। আমরা সবাই ভুল করসি।’
তিনি আরও বলেন, ‘যারা ধর্ষণ করেছে, তাদের মা-বাবা, ভাই-বোন যদি থাকে, আপনারা নিজেরা কাজটা করেন। নিজেরা মেরে ফেলেন তাদের। যখন সম্পত্তির জন্য ভাই ভাইকে মেরে ফেলে, বাবা ছেলেকে মেরে ফেলে, তখন এই কাজটা করা কি যাবে না?’
পাভেল জানান, যারা আগে শাহবাগে আন্দোলন করেছেন, তারা যদি এবার আওয়াজ না তোলেন, তাহলে ধরে নিতে হবে তারা নিজের স্বার্থের জন্য আন্দোলন করেছিলেন। ‘সবাই মিলে আবার জনসমুদ্র হোক। ধর্ষণের একমাত্র বিচার হোক ফাঁসি। এদের মেরে ফেলেন, এটাই বলব।’
তার এই বার্তা সামাজিক মাধ্যমে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। নেটিজেনদের পক্ষ থেকে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ করা যায়। কেউ পাভেলের সাহসিকতার প্রশংসা করেছে, কেউ আবার তার বক্তব্যের সময় নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছে।
তবে অধিকাংশ সমালোচনা এসেছে ‘আগে ভালো ছিলাম’ মন্তব্য ঘিরে। অনেকেই মনে করিয়ে দিয়েছেন আওয়ামী লীগের শাসনামলে ঘটে যাওয়া বেশ কিছু আলোচিত ধর্ষণ, নির্যাতন আর বিচারহীনতার কথা।
বিশেষ করে নোয়াখালীর সুবর্ণচর, এমসি কলেজ, কুমিল্লার তনু হত্যা, ইডেন কলেজের ঘটনা উল্লেখ করে সমালোচকরা প্রশ্ন তুলেছেন, তখন কেন পাভেল লাইভে এসে প্রতিবাদ করেননি? কেউ কেউ আবার বলেছেন, ‘আগে ভালো ছিলাম’ বলা মানে আগের অপরাধগুলোকে বৈধতা দেওয়ার চেষ্টা।
অনেকে সরাসরি ব্যক্তিগত আক্রমণও করেছেন, কেউ কেউ অশ্লীল ভাষায়, আবার কেউ ব্যাচেলর পয়েন্ট নাটকের মাধ্যমে সমাজে অশ্লীলতা ছড়ানোর অভিযোগ এনেছেন।
তবে এর মাঝেও কিছু মানুষ পাভেলের প্রতিবাদকে স্বাগত জানিয়েছেন, কেউ কেউ বলেছেন, প্রতিবাদ করা উচিত, কিন্তু ধারাবাহিকভাবে সবসময় করতে হবে।
লাইভের শেষে নিজের অসুস্থ মায়ের জন্য সবার কাছে দোয়া চেয়ে কথা শেষ করেন পাভেল। তিনি জানান, তার মায়ের অপারেশন হওয়ার কথা রয়েছে।