বলিউড পরিচালক বিক্রম ভাট ৩০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। বুধবার রাতে মুম্বাইয়ের বান্দ্রায় শ্যালিকার বাসা থেকে তাকে আটক করে রাজস্থান পুলিশের একটি দল।
জানা গেছে, উদয়পুরের খ্যাতনামা আইভিএফ বিশেষজ্ঞ ও ইন্দিরা আইভিএফের প্রতিষ্ঠাতা অজয় মুর্দিয়া তার বিরুদ্ধে ৩০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ এনেছেন।
উদয়পুরের ভূপালপারা থানায় বিক্রম ভাট, তার স্ত্রী শ্বেতাম্বরীসহ মোট ছয়জনের বিরুদ্ধে মামলা করেছিলেন অজয় মুর্দিয়া। অভিযোগ, পরিচালকের বিভিন্ন প্রকল্পে তিনি প্রায় ৩০ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন। এসব প্রকল্পের মধ্যে ছিল অজয়ের স্ত্রীর বায়োপিক তৈরির পরিকল্পনাও। কিন্তু অভিযোগকারী জানান, প্রতিশ্রুত কোনো কাজই শুরু হয়নি। উপরন্তু বিনিয়োগের টাকা ফেরতও মেলেনি।
এর আগে অভিযুক্তদের নামে লুকআউট নোটিস জারি করে বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দেয় পুলিশ।
রাজস্থান পুলিশ জানিয়েছে, বিক্রম ভাটকে উদয়পুরে নেওয়ার জন্য বান্দ্রা আদালতে ট্রানজিট রিমান্ড চাওয়া হবে।
এদিকে, হঠাৎ এই গ্রেপ্তারে বলিউডে চলছে বেশ আলোচনার ঝড়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন