ঢাকাই চলচ্চিত্রের খলনায়ক মিশা সওদাগর যুক্তরাষ্ট্রের হাসপাতালে হাঁটুর অস্ত্রোপচার শেষে ফিরেছেন বাসায়। আর বাসায় ফিরে ভক্ত-অনুরাগীদের জন্য পাঠিয়েছেন এক আবেগমাখা বার্তা। সেই বার্তায় যেমন ছিল কৃতজ্ঞতা, তেমনি ছিল কিছু ক্ষোভও।
ঘটনার শুরু প্রায় নয় বছর আগে। ‘মিসড কল’ নামে একটি সিনেমার গানের শুটিং চলাকালে পড়ে গিয়ে ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে যায় মিশার। দীর্ঘ চিকিৎসার পর ফিরে এলেও পায়ের সেই পুরোনো যন্ত্রণা পিছু ছাড়েনি।
চিকিৎসকেরা তখনই বলেছিলেন, হাঁটুর অস্ত্রোপচার করানো জরুরি। কিন্তু সময়ের অভাবে সেটা আর হয়ে ওঠেনি। শেষমেশ সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্রে গিয়ে ভর্তি হন ডালাসের একটি হাসপাতালে। গত বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয় তার।
এরপর হাসপাতাল থেকে বাসায় ফিরে একটি ফেসবুক পোস্টে এই খল-অভিনেতা লেখেন, ‘আলহামদুলিল্লাহ, মহান আল্লাহতালার দরবারে অশেষ শুকরিয়া। গতকাল আমার লিগামেন্ট অপারেশন যুক্তরাষ্ট্রের ডালাসে সম্পন্ন হয়েছে। এখন আমি বাসায় অবস্থান করছি।’
কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরও লেখেন, ‘আমি কৃতজ্ঞতা জানাই দেশে-বিদেশে যারা আমাকে দোয়া করেছেন তাদেরকে। বিশেষ করে আমার চলচ্চিত্র পরিবারকে, আমার সমিতিকে, আমার দেশের সমস্ত সাংবাদিককে সর্বোপরি দেশ-বিদেশে সবাইকে।’
কিন্তু এতদূর এসে একটি গুজবের মুখোমুখি হতে হয় মিশাকে। অস্ত্রোপচারের দিন রাতেই হঠাৎ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ভিডিও, যেখানে দাবি করা হয়, মিশা সওদাগর নাকি একদল মানুষের হাতে মারধরের শিকার হয়েছেন।
ভিডিওটি ঘিরে হইচই পড়ে যায় নেটদুনিয়ায়। কেউ কেউ সেটিকে ভুয়া বললেও, মিশার আইডি থেকে হাসপাতালের বিছানায় শুয়ে থাকার একটি ছবি পোস্ট হওয়ার পর অনেকেই ধরে নেন মারধরের কারণেই হাসপাতালে তিনি।
এই ভুল বোঝাবুঝি দূর করতেই শেষ পর্যন্ত লাইভে আসেন এই খলনায়ক। সাধারণত তেমন একটা লাইভে আসেন না তিনি। কিন্তু এবার আর চুপ থাকতে পারেননি। একরকম বাধ্য হয়েই ভক্তদের সামনে এসে মিথ্যা খবরের প্রতিবাদ জানান।
মিশা বলেন, ‘বিষয়টা আমাকে ভীষণ অপ্রস্তুত অবস্থায় ফেলেছে। এজন্য আমি নিন্দা জ্ঞাপন করলাম।’
এরপর তিনি স্পষ্ট করে জানিয়ে দেন: হাসপাতালের ছবিটি ছিল হাঁটুর অস্ত্রোপচারের আগের মুহূর্তের। আর যে ভিডিওটি ছড়ানো হয়েছে, সেটি ভুয়া।
মারধরের কোনো ঘটনাই ঘটেনি। বরং নিজের পুরোনো লিগামেন্ট ইনজুরির জের ধরেই অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।
একইসঙ্গে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান এই বর্ষীয়ান অভিনেতা। বলেন, ‘ভুল তথ্য ছড়ালে সেটা কতটা সমস্যায় ফেলতে পারে, সেটা এবার হাড়ে হাড়ে টের পেলাম।’
তবে সবকিছুর পরেও সিনেমাপ্রেমী মানুষদের ভালোবাসায় আপ্লুত মিশা সওদাগর। হাসপাতালের বিছানা থেকে ফিরে সেই ভালোবাসাকেই নিজ ভাষায় ফেরত দিলেন আস্থা আর কৃতজ্ঞতার এক বার্তায়।
আপনার মতামত লিখুন :