একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট মা, যিনি তার ছেলেকে সঙ্গে নিয়ে ফুটপাতে চা বিক্রি করছেন—এই ঘটনাটি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ার পর এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী শবনম ফারিয়া। সামাজিক মাধ্যমে সম্প্রতি দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি প্রশংসা করলেন এই মায়ের সাহসিকতা ও ব্যতিক্রমী অভিভাবকত্বের।
ফারিয়া লিখেছেন, ‘কতটা অনুপ্রেরণাদায়ক! কোনো কাজই ছোট বা বড় নয়। আয় করার মূল্য শেখা, টাকার কদর বোঝা আর আর্থিকভাবে স্বাধীন হওয়া, এই শিক্ষা সবারই জানা উচিত।’
তিনি মনে করিয়ে দেন, শুধু কারও মেয়ে, স্ত্রী বা বোন হয়ে বাঁচায় কোনো গৌরব নেই। বরং নিজের পরিচয় নিজে গড়ে তোলাটাই গুরুত্বপূর্ণ।
তার মতে, এই ধরনের অভিভাবকত্ব যেখানে সন্তানদের শেখানো হয়, কীভাবে পরিশ্রম করতে হয়, বাস্তবতা দেখতে হয় এবং স্বাবলম্বী হতে হয় তা আরও বেশি স্বীকৃতি ও প্রশংসা পাওয়ার যোগ্য।
ফারিয়ার এই স্ট্যাটাস ছড়িয়ে পড়তেই অনেকে তাকে অভিনন্দন জানিয়েছেন একজন ‘সংবেদনশীল নাগরিক’ হিসেবে এমন উপলব্ধি শেয়ার করার জন্য। নেটিজেনদের একাংশ বলছে, ‘ফারিয়া শুধু ভালো অভিনেত্রী নন, একজন ভালো মানুষও বটে।’
এই মায়ের গল্প যেমন সমাজে ইতিবাচক বার্তা ছড়াচ্ছে, তেমনি শবনম ফারিয়ার মতো জনপ্রিয় কেউ তা তুলে ধরে আরও একটি প্রয়োজনীয় আলোচনার সূচনা করলেন—পরিচয় নয়, গর্ব হওয়া উচিত পরিশ্রমে।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন