বিদেশি শিক্ষার্থী ভর্তিতে ট্রাম্প প্রশাসন নিষেধাজ্ঞার বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামল যুক্তরাষ্ট্রের অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়।
শুক্রবার (২৩ মে) ম্যাসাচুসেটসের একটি ফেডারেল আদালতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে তারা।
মামলায় হার্ভার্ড অভিযোগ করেছে, ট্রাম্প প্রশাসন অবৈধভাবে বিদেশি শিক্ষার্থীদের তাদের ক্যাম্পাসে ভর্তি হওয়া থেকে বিরত রাখতে চায় এবং বর্তমানে অধ্যয়নরত আন্তর্জাতিক শিক্ষার্থীদের অন্য প্রতিষ্ঠানে স্থানান্তরের নির্দেশ দিয়েছে। এতে শিক্ষার্থীদের অধিকার, প্রতিষ্ঠানের স্বায়ত্তশাসন ও সংবিধানের প্রথম সংশোধনী লঙ্ঘিত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
হার্ভার্ড তাদের আবেদনে বলেছে, ‘প্রতিষ্ঠানটি সরকারের ন্যায্যতা-পরিপন্থি দাবি মানেনি বলে, এটি একটি প্রতিশোধমূলক পদক্ষেপ। নতুন নিষেধাজ্ঞাটি সেই প্রতিশোধেরই অংশ।’
ট্রাম্প প্রশাসনের হয়ে নিষেধাজ্ঞাটি দিয়েছেন মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম। হার্ভার্ড এখন সরকারের এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে অস্থায়ী স্থগিতাদেশ চেয়েছে।
এদিকে, বিশ্ববিদ্যালয়টি দাবি করেছে, এই নিষেধাজ্ঞা কার্যকর থাকলে তাদের শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হবে এবং আন্তর্জাতিক শিক্ষার্থীরা অচলাবস্থায় পড়বে। ‘জরুরিভিত্তিতে তাদের পরিত্রাণ প্রয়োজন।’ -আদালতে জানিয়েছে তারা।
সূত্র অনুসারে, ট্রাম্প প্রশাসন হার্ভার্ডের ওপর চাপ প্রয়োগ করতে শিক্ষার্থীদের শৃঙ্খলাবিষয়ক রেকর্ড হস্তান্তর, সমতাভিত্তিক ভর্তি নীতিমালা বাতিলসহ বিভিন্ন দাবি করেছিল।
কিন্তু হার্ভার্ড এসব দাবি প্রত্যাখ্যান করে। এর জের ধরেই বিদেশি শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে অভিযোগ করেছে বিশ্ববিদ্যালয়টি।
সূত্র : সিএনএন
আপনার মতামত লিখুন :