ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ ১৯৮২ সালে ইরাকের বাথিস্ট শাসন থেকে খোররামশাহরের মুক্তির বার্ষিকী উপলক্ষে একটি বিবৃতি জারি করেছেন।
বিবৃতিতে তারা জানায়, ইসলামী বিপ্লবের পবিত্র আদর্শ ও মূল্যবোধকে লক্ষ্য করে আসা যেকোনো হুমকি বা আগ্রাসনের বিরুদ্ধে ইরানি বাহিনী দৃঢ়তা ও শক্তির সাথে জবাব দেবে।
বিবৃতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে বলা হয়, ‘গর্বিত ইরান সম্পর্কে মন্তব্য করার আগে তার উচিত ইসলামী বিপ্লব, পবিত্র প্রতিরক্ষা এবং ট্রু প্রমিজ অপারেশন ১ ও ২-এর ইতিহাস ভালোভাবে অধ্যয়ন করা। এতে অন্তত তিনি তার ভুল ধারণা সম্পর্কে কিছুটা ধারণা পাবেন।’
২০২৪ সালে ইরান ‘ট্রু প্রমিজ ১’ এবং ‘ট্রু প্রমিজ ২’ নামের সামরিক অভিযানের মাধ্যমে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালিয়ে নিজেদের সামরিক সক্ষমতা প্রদর্শন করে।
প্রসঙ্গত, ১৯৮২ সালের এই দিনে ইরানি বাহিনী ‘বেইত ওল-মোকাদ্দাস’ নামক এক বৃহৎ সামরিক অভিযানের মাধ্যমে দক্ষিণ-পশ্চিম ইরানের খোররামশাহর শহরকে সাদ্দাম হোসেনের নেতৃত্বাধীন বাথিস্ট স্বৈরশাসন থেকে মুক্ত করে। ওই বিজয় ইরানের সামরিক ইতিহাসে একটি গৌরবময় অধ্যায় হিসেবে বিবেচিত হয়।
সূত্র: মেহের নিউজ
আপনার মতামত লিখুন :