যুক্তরাজ্যের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ডেইলি টেলিগ্রাফ এবার যুক্তরাষ্ট্রের মালিকানায় চলে যাচ্ছে। প্রায় ১৭০ বছরের পুরোনো এই পত্রিকা কিনে নিচ্ছে মার্কিন বিনিয়োগ প্রতিষ্ঠান রেডবার্ড ক্যাপিটাল পার্টনার্স।
শুক্রবার (২৩ মে) এক যৌথ বিবৃতিতে রেডবার্ড ও টেলিগ্রাফ মিডিয়া গ্রুপ (টিএমজি) মালিকানা হস্তান্তরের চুক্তি সম্পন্ন হওয়ার ঘোষণা দেয়।
চুক্তির অর্থমূল্য ধরা হয়েছে প্রায় ৫০ কোটি পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭ হাজার কোটি টাকা), যা মার্কিন ডলারে প্রায় ৬৭ কোটি।
দীর্ঘ দুই বছর ধরে টিএমজির মালিকানার বিক্রি প্রক্রিয়া চলছিল। এক পর্যায়ে যুক্তরাজ্যের পূর্ববর্তী রক্ষণশীল সরকার সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বিনিয়োগ সংস্থা ইন্টারন্যাশনাল মিডিয়া ইনভেস্টমেন্টস (IMI)–এর সম্পৃক্ততা নিয়ে আপত্তি তোলে। কারণ আইএমআই আবুধাবিভিত্তিক প্রতিষ্ঠান এবং সেখানে মতপ্রকাশের স্বাধীনতা প্রশ্নবিদ্ধ বলে মনে করে ব্রিটিশ সরকার। এ কারণে আগের চুক্তি আটকে যায়।
তবে এবার রেডবার্ড জানায়, তারা সম্পূর্ণ একক নিয়ন্ত্রণের মালিক হিসেবে টিএমজি কিনছে এবং যুক্তরাজ্যের সম্পাদকীয় স্বাধীনতা বজায় রাখার প্রতিশ্রুতি দিচ্ছে।
রেডবার্ড জানিয়েছে, তারা দ্য টেলিগ্রাফের ডিজিটাল কার্যক্রম, সাবস্ক্রিপশনভিত্তিক গ্রাহকসেবা এবং দীর্ঘমেয়াদি সাংবাদিকতা খাতে বড় আকারে বিনিয়োগ করবে।
প্রতিষ্ঠানটি আরও জানায়, তারা যুক্তরাজ্যভিত্তিক এমন কিছু অংশীদারের সঙ্গে কাজ করতে চায়, যারা ছাপা সংবাদমাধ্যমের ক্ষেত্রে অভিজ্ঞ এবং টেলিগ্রাফের সম্পাদকীয় নীতিমালায় প্রতিশ্রুতিবদ্ধ।
১৮৫৫ সালে প্রতিষ্ঠিত দ্য ডেইলি টেলিগ্রাফ দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যের ডানপন্থি রক্ষণশীল রাজনীতির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। এই মালিকানা পরিবর্তনের ফলে পত্রিকাটির রাজনৈতিক অবস্থান, সম্পাদকীয় স্বাধীনতা ও আন্তর্জাতিক প্রসার কতটা প্রভাবিত হবে, সে নিয়ে এরই মধ্যে নানা আলোচনা শুরু হয়েছে।
রেডবার্ড বলছে, এই অধিগ্রহণের মধ্য দিয়ে ‘দ্য টেলিগ্রাফের জন্য একটি নতুন যুগের দ্বার উন্মুক্ত হচ্ছে।’
আপনার মতামত লিখুন :