শনিবার, ২৪ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


শাওন সোলায়মান

প্রকাশিত: মে ২৪, ২০২৫, ০২:০৭ এএম

গাবতলীর হাট নিয়ে পিছু হটলেন ডিএনসিসি প্রশাসক এজাজ

শাওন সোলায়মান

প্রকাশিত: মে ২৪, ২০২৫, ০২:০৭ এএম

গাবতলীর হাট নিয়ে পিছু হটলেন ডিএনসিসি প্রশাসক এজাজ

ছবি- সংগৃহীত

গাবতলীর স্থায়ী পশুর হাট নিয়ে অবশেষে পিছু হটলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ। খাস আদায়ের বদলে গাবতলীর পশুর হাট ইজারার সিদ্ধান্ত নিয়েছে ডিএনসিসি। 

পশুর হাট ইজারা সংক্রান্ত করপোরেশনের মূল্যায়ন কমিটি কর্তৃক ইজারা দেওয়ার সিদ্ধান্তে সম্মতি দিয়েছেন প্রশাসক মোহাম্মদ এজাজ। গাবতলীর হাটের পাশাপাশি কোরবানির অস্থায়ী তিনটি পশুর হাটের ক্ষেত্রেও সিদ্ধান্ত চূড়ান্ত করেছে মূল্যায়ন কমিটি। 

বাংলাদেশ পাবলিক ক্রয় কর্তৃপক্ষ (বিপিপিএ) তথা সাবেক সিপিটিইউতে ইজারার বিজ্ঞপ্তি প্রকাশ না করার অজুহাতে গাবতলী পশুর হাটে ইজারার দরপত্র বাতিল করেছিল ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। 

গত এপ্রিলে সর্বোচ্চ দরপত্র প্রদানকারীকে ইজারাপত্র দেওয়ার বদলে খাস আদায়ের সিদ্ধান্ত দিয়েছিলেন তিনি। 

তবে খাস আদায়কারী তার ঘনিষ্ঠ ছিলেন, এমন অভিযোগে এ বিষয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। পাশাপাশি বিপিপিএ ওয়েবসাইটে দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়ার কারণে জটিলতা দেখা দেয় কোরবানির অস্থায়ী পশুর হাট নিয়েও। ফলে চারটি হাটে সরকারি মূল্যের চেয়ে বেশি দর পেয়েও ইজারা প্রক্রিয়া সম্পন্ন করতে পারেনি ডিএনসিসি। 

এমন অবস্থায় নির্দেশনার জন্য মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয় ডিএনসিসির পক্ষ থেকে। তবে সেখানেও কাক্সিক্ষত সমাধান না হওয়ায়, বিজ্ঞপ্তি প্রকাশ সংক্রান্ত নির্দেশনা চেয়ে বিপিপিএকে চিঠি দেয় করপোরেশন। ডিএনসিসির মূল্যায়ন কমিটির এক কর্মকর্তা পরিচয় গোপন রাখার শর্তে বলেন, ‘সম্প্রতি ওই চিঠির জবাব দেয় বিপিপিএ। 

বিপিপিএর পক্ষ থেকে করপোরেশনকে জানানো হয় যে, পশুর হাটের ইজারার বিজ্ঞপ্তি বিপিপিএ ওয়েবসাইটে প্রকাশের প্রয়োজন নেই।’ বিপিপিএর এই জবাবের পর গাবতলীসহ কোরবানির অস্থায়ী হাটের বিষয়েও ইজারা পদ্ধতিতে দরপত্র দেওয়ার সিদ্ধান্ত নেয় মূল্যায়ন কমিটি। 

গত বৃহস্পতিবার রাতে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে মূল্যায়ন কমিটির এক জরুরি সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়, যা পরবর্তী সময়ে প্রতিবেদন আকারে অনুমোদনের জন্য ডিএনসিসি প্রশাসকের কাছে পাঠানো হয়। মূল্যায়ন কমিটির এই প্রতিবেদনে ডিএনসিসি প্রশাসক ইতিমধ্যে অনুমোদন দিয়েছেন বলে উচ্চপদস্থ একটি সূত্র রূপালী বাংলাদেশকে নিশ্চিত করেন। 

ফলে গাবতলীর হাট নিয়ে পুনরায় ইজারা বিজ্ঞপ্তি দিতে যাচ্ছে ডিএনসিসি। আগামী ২৭ মে দরপত্র জমা দেওয়ার শেষ দিন এবং পরের দিন অর্থাৎ ২৮ মে জমা পড়া দরপত্র উন্মুক্ত করা হবে। তবে গতকাল শুক্রবার এ বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। তবে সিটি করপোরেশনের একটি সূত্র বলছে, অবশেষে নিজের ‘ইগো’ থেকে বের হতে পেরেছেন ডিএনসিসি প্রশাসক।

এদিকে গাবতলীর স্থায়ী পশুর হাটের পাশাপাশি কোরবানির তিনটি অস্থায়ী পশুর হাটের বিষয়েও সিদ্ধান্ত হয়েছে মূল্যায়ন কমিটির সভায়। সরকারি দরের থেকে বেশি মূল্য পাওয়ায় ওই তিনটি হাটেও ইজারা প্রক্রিয়া সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই হাট তিনটি হলোÑ ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের খালি জায়গা এবং খিলক্ষেতের মস্তুল ও বনরূপা হাট। 

তবে মিরপুরের ইস্টার্ন হাউজিংয়ের হাটে একাধিক দরদাতা সর্বোচ্চ দর জমা দিয়েছেন। ফলে এই হাট নিয়ে মূল্যায়ন কমিটির সভায় এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। বাকি তিনটি হাটে সর্বোচ্চ দরদাতার অনুকূলে ইজারা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করার সিদ্ধান্ত দিয়ে প্রশাসক বরাবর প্রতিবেদন দিয়েছে মূল্যায়ন কমিটি। প্রশাসকের অনুমতি পেলে এই প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানা যায়। 

এ বিষয়ে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ শুক্রবার রূপালী বাংলাদেশকে বলেন, গাবতলীর হাট ইজারায় যাওয়ার সিদ্ধান্ত দিয়েছি। মূল্যায়ন কমিটি তাদের প্রতিবেদনে এমনটাই জানিয়ে ছিল এবং বলেছিল যে ইজারা পদ্ধতিতে গেলে তাদের জন্য সুবিধা হয়। তাই সেভাবেই সিদ্ধান্ত দিয়েছি।

অস্থায়ী পশুর হাটগুলোর মধ্যে যেগুলোতে সরকারি দরের চেয়ে বেশি দর পাওয়া গিয়েছে, সেগুলোর প্রক্রিয়াও দ্রুত সম্পন্ন হবে। আর যেগুলোতে কাক্সিক্ষত দর পাওয়া যায়নি, সেগুলোতে পুনরায় দরপত্র চাওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!