রাজধানীর যাত্রাবাড়ী পার্কে বাংলাদেশ ন্যাশনাল নার্সারির বৃক্ষমেলায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন।
 
শুক্রবার (২৩ মে) রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। 
যাত্রাবাড়ী থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ‘ধারণা ফ্লাইওভার থেকে কেউ ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এতে জুয়েল নামে একজন আহত হয়েছেন। আহত জুয়েলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি বলেন, কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে এবং ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত তা নিয়ে আমরা তদন্ত করছি। এ বিষয়ে আমাদের টিম কাজ করছে।
 

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন