ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫

কেন অভিনয় ছেড়ে দিতে চান তানিয়া বৃষ্টি

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১, ২০২৫, ০৩:০০ পিএম
তানিয়া বৃষ্টি । ছবি- সংগৃহীত

তানিয়া বৃষ্টি টেলিভিশন নাটক কিংবা ইউটিউব–প্রায় প্রতিদিনই কোনো না কোনো নাটকে দর্শকের সামনে হাজির হচ্ছেন। সাবলীল অভিনয় আর প্রাণবন্ত উপস্থিতিতে ছোটপর্দায় নিজের অবস্থান পাকাপোক্ত করেছেন। এবার জানালেন অভিনয় থেকে সরে যাওয়ার পরিকল্পনার কথা। বললেন, বিয়ের পর আর অভিনয় নয়, সংসার আর নিজের জীবনকে প্রাধান্য দিয়ে বসাবস করতে চান দেশের বাইরে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তানিয়া বৃষ্টি বলেন, ‘বিয়ের পর অভিনয় থেকে অবসরে যাওয়ার চিন্তা আছে। আমার মনে হয়, সংসার আর ক্যারিয়ার–এই দুটি একসঙ্গে ঠিকমতো টানা যায় না। আগামী পাঁচ বছর আমি অভিনয়ে যতটুকু সময় দিতে পারি, দিতে চাই। এরপর সংসার জীবন বেছে নেব। দেশের বাইরে সেটল হতে চাই।’

তানিয়া বৃষ্টির এই ঘোষণার পর আবারও আলোচনায় এসেছে তার ব্যক্তিগত জীবন। ২০১৭ সালে তিনি অস্ট্রেলিয়াপ্রবাসী সাব্বির চৌধুরীকে বিয়ে করেছিলেন। সেই সংসার টেকেনি। পরে গুঞ্জন ওঠে সহশিল্পী আরশ খানের সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়ে। যদিও তানিয়া এসব গুজব বলে উড়িয়ে দেন।

তিনি বলেন, ‘আমি যাদের সঙ্গে কাজ করি, তারা সবাই আমার খুব কাছের। সেটের বাইরেও আমাদের বন্ধুত্ব থাকে, আড্ডা হয়। এ থেকেই অনেক সময় ভুল বোঝাবুঝি বা গুজব তৈরি হয়।’

মোশাররফ করিমের সঙ্গে কাজ করে শেখার অভিজ্ঞতা তুলে ধরে তানিয়া বলেন, ‘তার সঙ্গে কাজ করলে অনেক কিছু শেখা যায়। শুধু ক্যামেরার সামনেই নয়, ক্যামেরার বাইরেও তিনি দারুণ একজন গাইড।’

তানিয়া বৃষ্টি। ছবি- সংগৃহীত

সহশিল্পী নিলয় আলমগীরকে নিয়ে বলেন, ‘নিলয় আমার ভাই-ব্রাদার টাইপের মানুষ। আমাদের মধ্যে এমন কোনো সম্পর্ক নেই, যেটি নিয়ে অন্যভাবে ভাবার সুযোগ আছে।’

অভিনয় জীবনের শুরুটা হয় ২০১২ সালে, ‘ভিট-চ্যানেল আই টপ মডেল’ প্রতিযোগিতার মাধ্যমে। সেই আসরে দ্বিতীয় রানারআপ হয়েছিলেন তানিয়া বৃষ্টি। এরপর বিজ্ঞাপনচিত্র ও মডেলিংয়ের মাধ্যমে আসেন নাটকে। বড়পর্দায়ও অভিনয় করেছেন। তার প্রথম সিনেমা ছিল ‘ঘাসফুল’। সেটি খুব একটা আলোচনায় আসেনি। পরে নিয়মিত হয়ে যান টিভি নাটকে।

বর্তমানে ওটিটি প্ল্যাটফর্মেও তানিয়া বৃষ্টি কাজ করছেন। তার অভিনীত একাধিক নাটক ও স্বল্পদৈর্ঘ্য কনটেন্ট ইউটিউবে মিলিয়নের বেশি ভিউ পেয়েছে। দর্শকপ্রিয়তাও পেয়েছেন বিস্তর।

শোবিজ অঙ্গনে নিজেকে প্রতিষ্ঠিত করার পর এখন জীবনের নতুন ধাপে পা রাখতে চাইছেন এই অভিনেত্রী। সেই ভাবনা থেকেই অভিনয় থেকে সরে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন। কাজের প্রতি দায়বদ্ধতা থেকে আগামী পাঁচ বছর কাজ চালিয়ে যেতে চান তিনি। এরপর বিয়ের মাধ্যমে নিজেকে নতুনভাবে সাজিয়ে নিতে চান।