পহেলা আগস্ট থেকে আরটিভিতে প্রচারিত হচ্ছে তুর্কি ধারাবাহিক নাটক ‘মোস্তফা’। ২৫০ পর্বের এই দীর্ঘ ধারাবাহিক প্রচারে আসার পর থেকেই দর্শকমহলে বেশ জনপ্রিয়তা পেয়েছে। সপ্তাহের সাত দিন রাত ৯টায় আরটিভিতে এটি প্রচার হচ্ছে।
গ্রাম থেকে শহর সব জায়গার দর্শকদের মন জয় করেছে বাংলা ডাবিং করা এই ধারাবাহিক। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেক দর্শক জানিয়েছেন তাদের ভালো লাগার কথা।
নাটকের মূল চরিত্র মোস্তফা কারায়েল, যিনি একজন নীতিবান পুলিশ কর্মকর্তা। তার পুরো পৃথিবী ঘিরে আছে একমাত্র ছেলে। বাবা-ছেলের সুন্দর সম্পর্কের পাশাপাশি এখানে উঠে এসেছে রোমাঞ্চ ও প্রেমের গল্প।
একসময় চোরাচালানকারীদের একটি চক্র ধরতে গিয়ে ফেঁসে যান মোস্তফা। তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে তাকে বরখাস্ত করা হয় এবং সেই মিথ্যা মামলায় তাকে এক বছরের কারাবাসও ভোগ করতে হয়। এ সময়ে তার ছেলেকে দেখাশোনা করেন শ্বশুর।
ঘটনাক্রমে মোস্তফার জীবনে আসে আইসেগুল নামের এক তরুণী ডাক্তার। ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু পরে মোস্তফা জানতে পারেন, আইসেগুল শহরের সবচেয়ে বড় গডফাদার বাহরির মেয়ে।
বাবা-ছেলের টানাপোড়েন, নতুন প্রেম আর গডফাদারের সঙ্গে সংঘাত—সব মিলিয়ে এভাবেই এগোচ্ছে জনপ্রিয় এই তুর্কি ধারাবাহিক ‘মোস্তফা’র কাহিনি।
মোস্তফা কারায়েল চরিত্রে অভিনয় করেছেন ইলকের কালেলি। অন্যান্য চরিত্রে রয়েছেন বুরসিন তেরজিওগুল, মুসা উজুনলারসহ আরও অনেকে।