মডেলিং ও ফটোশুটের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন লোকেশনে শুটিং করতে মজা পান নৃত্যশিল্পী ও মডেল নিক্কি আহমেদ ৷
নতুন লুক নিয়ে নিক্কি আহমেদ বলেন, আমি লোকেশনটা খুঁজে খুঁজে বের করেছি, ব্লু লেক, এরকম লোকেশন, এ ধরনের শুট সচরাচর বাংলাদেশে হয়না বা কেউ করতে চায় না, বাট ফ্যাশন সম্বন্ধে আমি মনে করি যেটা আমি পড়ে ক্যারি করতে পারব, কমফোর্ট ফিল করতে পারব এবং আমাকে মানাবে এবং দেখতে রুচি সম্পন্ন লাগবে, এমন কিছুই মনে করি৷
ফটোশুট এর মাধ্যমে নিজেকে নতুন রূপে আবিষ্কার করা সম্ভব৷ এগুলোর শুট না করলে কেমন লুকে কেমন চেঞ্জ আসবে নরমাল ফেস দেখে বোঝা অসম্ভব৷ আমি আসলে ইন্টারন্যাশনাল চিন্তা করি৷ গত দুই বছর যাবৎ বাইরেই কাজ করছি, অবশ্যই আমার চিন্তা ভাবনা ন্যাশনাল থাকবে এটাই স্বাভাবিক৷
সর্বোপরি আমি আমার কাজকে এনজয় করি, আর আমি মনে করি আর্টিস্টকে আর্টিস্টের নজরেই দেখা উচিত, অবশ্যই একজন আর্টিস্ট সাধারণ পাবলিকের থেকে ভিন্ন ধরনের লুকিয়ে হাজির হবে এটাই স্বাভাবিক৷

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন