বাংলাদেশের রাজনীতিতে বইছে পালাবদলের হাওয়া। আগামী জাতীয় নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে চলছে ব্যাপক আলোচনা ও চুলচেরা বিশ্লেষণ। এমন পরিস্থিতির মধ্যেই লোকসংগীত শিল্পী আবদুল কুদ্দুস বয়াতির একটি মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে।
তিনি রাজনীতিকে ‘পরকীয়া প্রেমের’ সঙ্গে তুলনা করে বলেছেন, ‘রাজনীতি হয়ে গেছে পরকীয়া প্রেমের মতো, কার সাথে কার সম্পর্ক বুঝা মুশকিল।’ কুদ্দুস বয়াতির এই মন্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন বহু সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী।
তার পোস্টের নিচে মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘অসাধারণ কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ। স্যালুট জানাই আপনাকে।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘সত্যি কথা বলার লোক এখনো আছে বলেই পৃথিবীটা এখনো আছে।’
প্রসঙ্গত, প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ কর্তৃক নির্মিত বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার প্রচারণার অংশ হিসেবে গাওয়া ‘এই দিন, দিন না আরও দিন আছে’ শিরোনামে একটি গানের মাধ্যমে পরিচিতি পান।
এখন পর্যন্ত কদ্দুস বয়াতির দুটি একক অ্যালবাম প্রকাশ হয়েছে। এছাড়া তিনি অসংখ্য জনপ্রিয় বিজ্ঞাপণচিত্র, নাটক ও প্রামাণ্যচিত্রে গান গেয়েছেন।
আপনার মতামত লিখুন :