উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরছে নানা গুজব ও অভিযোগ। কেউ বলছেন নিহতের প্রকৃত সংখ্যা আড়াল করা হচ্ছে, কেউ আবার তুলছেন ‘লাশ গুম’ করার অভিযোগ। এসব বিতর্ক নিয়ে মুখ খুলেছেন দেশের জনপ্রিয় গীতিকার ও সুরকার প্রিন্স মাহমুদ।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় প্রিন্স মাহমুদ লেখেন, ‘যে সব অভিভাবক সন্তানের লাশ পায়নি, তাদের তালিকা দেন। লাশ গুম হইছে বুঝলাম, অভিভাবকরাও কি গুম হয়ে গেছে?’
তাঁর এই বক্তব্য স্পষ্টভাবে বোঝায়, এ ধরনের বিতর্কে তিনি বিরক্ত এবং প্রশ্ন তুলেছেন-যদি সত্যিই কেউ নিখোঁজ থাকে, তাহলে তাদের পরিবারের লোকজন কোথায়? তাঁরা সামনে আসছেন না কেন?
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩২ জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। আহত হয়েছেন অন্তত ১৬৫ জন, যাদের অনেকেই রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। তবে সোশ্যাল মিডিয়ায় একাধিক পক্ষ দাবি করছে, এ সংখ্যা গোপন করা হচ্ছে।
একই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীও। এক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘মাইলস্টোনের ক্লাসে কারা ছিল, কারা প্রাণ হারিয়েছে, কারা চিকিৎসাধীন-এই সবই তো রেকর্ডেড। সুতরাং দয়া করে ভুয়া হেডলাইন দেওয়া লেখা শেয়ার করে মানুষকে আরও ট্রমাটাইজড করবেন না। জাতি শিল্পীদের কাছে আরেকটু দায়িত্বশীলতা আশা করে।’
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই গুজব ও সন্দেহজনক প্রচারের কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পক্ষান্তরে নিহতদের পরিবার ও দেশজুড়ে শোকাহত মানুষের চোখে এসব বিতর্ক অমানবিক ও বিভ্রান্তিকর বলেও মন্তব্য আসছে।
আপনার মতামত লিখুন :