ভারতের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে পুরোনো সিনেমা নতুন করে মুক্তির হিড়িক চলছে বছর খানেক ধরে। সেই মিছিলে সাধারণত কয়েক দশকের পুরোনো সিনেমা দেখানো হয়, তবে এবার দেখানো হতে পারে শাহরুখ খানের ‘ডানকি’। নির্মাতা রাজকুমার হিরানি পরিচালিত ‘ডানকি’ মুক্তি পেয়েছিল ২০২৩ সালের শেষ নাগাদ।
বলিউড হাঙ্গামা লিখেছে, যুক্তরাষ্ট্র থেকে ভারতীয় অভিবাসীদের দেশে ফেরত পাঠানোর ঘটনায় সিনেমাটি আবারও প্রাসঙ্গিক হয়ে পড়েছে বলে মনে করছেন অনেকেই। তাই সিনেমাটি ফের প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা করছে প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। চলচ্চিত্র পরিবেশকরা আবারও সিনেমাটি প্রেক্ষাগৃহে আনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন।
ওই সিনেমায় শাহরুখের বিপরীতে অভিনয় করেছেন তাপসী পান্নু। আরও অভিনয় করছেন সতীশ শাহ, বোমান ইরানি, ভিকি কৌশল। ‘ডানকি’ সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রের নাম হরদয়াল সিং। এই চরিত্রে অভিনয় করেছিলেন শাহরুখ। হরদয়াল ওরফে ‘হার্ডি’ সিং তার পাঞ্জাবি বন্ধুদের অবৈধ পথে যুক্তরাজ্যে পাঠাতে সহায়তা করে। অবৈধ অভিবাসীদের ঝুঁকি আর সংগ্রাম ‘ডানকি’ সিনেমার উপজীব্য। হিরানি জানিয়েছেন ‘ডানকি’ ফের মুক্তির ব্যাপারে তার কাছে কোনো তথ্য নেই। তবে নুতন করে মুক্তিতে সিনেমাটির প্রাসঙ্গিকতা আছে বলে মন্তব্য করেছেন তিনি।
চার বছর বিরতির পর ২০২৩ সালে শাহরুখ পর্দায় ফিরেছিলেন ‘পাঠান’ সিনেমা দিয়ে। ওই সিনেমা কেবল শাহরুখেরই নয় মহামারির পর বলিউডকেও সুদিনে ফিরিয়েছিল। একই বছরে মুক্তি পায় শাহরুখের ‘জওয়ান’ সেটিও ব্লকবাস্টার সিনেমা। তারপর ওই বছরের ডিসেম্বরে মুক্তি পায় ‘ডানকি’। মুক্তির পর হিরানি-শাহরুখ জুটির প্রথম সিনেমাটি বক্স অফিসে ভালো ব্যবসা না করলেও, সমালোচকরা ‘ডানকি’ পছন্দ করেছিলেন। শাহরুখও বলেছিলেন, ‘এটা তার প্রাণের একটি সিনেমা।’
আপনার মতামত লিখুন :