শনিবার, ১০ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিনোদন ডেস্ক

প্রকাশিত: মে ৯, ২০২৫, ০৮:৫৯ পিএম

ফিলিস্তিন, পেহেলগামের প্রতি সংহতি জানিয়ে টিএসসিতে কন্সার্ট ফর পিস

বিনোদন ডেস্ক

প্রকাশিত: মে ৯, ২০২৫, ০৮:৫৯ পিএম

ফিলিস্তিন, পেহেলগামের প্রতি সংহতি জানিয়ে টিএসসিতে কন্সার্ট ফর পিস

টিএসসি অডিটোরিয়ামে অনুষ্ঠিত কন্সার্ট ফর পিস। ছবি - সংগৃহীত

গত ৫ মে টিএসসি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় ঢাকা ইউনিভার্সিটি ব্যান্ড সোসাইটি (ডিইউবিএস) আয়োজিত ‘কন্সার্ট ফর পিস’। উন্মুক্ত এই কন্সার্টে গানের সুরে উচ্চারিত হয় বিশ্বশান্তির আহ্বান, সংহতির বার্তা এবং মানবতার জয়গান।

কনসার্টের মূল উদ্দেশ্য ফিলিস্তিন, কাশ্মীরসহ যুদ্ধবিধ্বস্ত সকল দেশের মানুষের পাশে দাঁড়ানো, তাদের প্রতি ভালোবাসা, সংহতি ও সহমর্মিতা প্রকাশ করা। বিশ্বব্যাপী চলমান যুদ্ধ, সহিংসতা ও মানবিক বিপর্যয়ের বিরুদ্ধে ডিইউবিএস-এর একটি শান্তিপূর্ণ সাংস্কৃতিক প্রতিবাদ, যেখানে সংগীত মেলে মানবতার পক্ষে। 

কনসার্টে পারফর্ম করেন দেশের তরুণ ও জনপ্রিয় ব্যান্ড ব্লু জিন্স, নাইভ, প্রত্যাশিত, এ কে রাহুল, অ্যাভার্স, দূর্গ, ইন্ট্রোয়িট, অদৈবিক, ইডেন’স গার্ডেন, অ্যান্টস অন দ্য রান, আননেমড, বিবর্তন এবং ডিইউবিএস পারফরম্যান্স টিম।

কানায় কানায় পূর্ণ টিএসসি অডিটোরিয়ামে দর্শকদের উচ্ছ্বাস, গানের সাথে একাত্মতা এবং যুদ্ধবিরোধী বার্তায় মুখর হয় পুরো পরিবেশ। সবার হাতে ছিলো ফিলিস্তিনের পতাকা অথবা ফোনের ফ্লাশলাইট।

ডিইউবিএস-এর সাধারণ সম্পাদক সালমান শাহরিয়ার রূপালী বাংলাদেশকে বলেন, ‘ফিলিস্তিনের মানুষ বোমার শব্দ পেরিয়ে আজও বাঁচতে চায়, ভালোবাসতে চায়। আমরা সংহতি জানাই তাদের সংগ্রামে। আমাদের এই কনসার্ট বাংলাদেশের মিউজিশিয়ানদের প্রতিবাদের ভাষা। গানে গানে আমরা ফিলিস্তিনসহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে যুদ্ধ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার বার্তা দিতে চাই।’

প্রাথমিকভাবে এই কন্সার্টটি ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করার উদ্দেশ্যে হয়। তবে সম্প্রতি পেহেলগাম হামলাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে বিরাজমান যুদ্ধাবস্তা নিয়েও মন্তব্য করেন আয়োজকবৃন্দ।

পেহেলগামসহ ভারত-পাকিস্তানের সকল ক্ষতিগ্রস্থ মানুষের প্রতিও তারা সহানুভূতি ও সংহতি প্রকাশ করেন। 

ডিইউবিএস-এর আয়োজনে সকল অংশগ্রহণকারী ব্যান্ড, স্বেচ্ছাসেবক, দর্শক ও শুভানুধ্যায়ীদের সম্মিলিত চেষ্টায় ‘কন্সার্ট ফির পিস’ হয়ে ওঠে একটি স্মরণীয়, মানবিক ও অর্থবহ আয়োজন। আয়োজকরা জানান ভবিষ্যতেও এই উদ্যোগ অব্যাহত থাকবে।

আরবি/নক

Link copied!