বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিনোদন ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৫, ১০:২২ এএম

আজীবন আমার ঘৃণায় তোমাকে বাঁচতে হবে, প্রাক্তনকে পরীমনি

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৫, ১০:২২ এএম

আজীবন আমার ঘৃণায় তোমাকে বাঁচতে হবে, প্রাক্তনকে পরীমনি

ছবি: সংগৃহীত

২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিবাহ বন্ধনে আবন্ধ হন ঢালিউড অভিনেত্রী পরীমনি ও অভিনেতা শরিফুল রাজ। বছর না ঘুরতেই তাদের সংসার আলো করে আসে পুত্রসন্তান শাহীম মুহাম্মদ পুণ্য। তবে  সন্তান জন্মের পর পরই বিয়ে বিচ্ছেদ হন এ দম্পতি। এরপরেই সন্তানকে নিজের কাছেই রেখে দেন অভিনেত্রী।

রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে সামাজিকমাধ্যম ফেসবুকে ক্ষুব্ধ হয়ে সাবেক স্বামীকে উদ্দেশ্য করে পরীমনি লিখেছেন- রাত জাগা আর নির্ঘুম রাত, মোটেও এক না সোনা! মা হয়ে দেখ শুধু। বাচ্চার গায়ে একটা মশার কামড়ও নিতে পারবা না। আর সেখানে বাচ্চার ১০৪ জ্বর তো মায়ের দম বন্ধ হয়ে থাকার মতো।

অভিনেত্রী বলেন, তার ওপর একা মা হয়ে বাচ্চার এই ফেস নেওয়া যায় না, জাস্ট ট্রাস্ট মি! রাত জেগে নেটফ্লিক্স, বন্ধু, পার্টি, আড্ডা, লং ড্রাইভ অথবা রেনডম ফেসবুক স্ক্রলে লেপ্টে থাকা সবই উপভোগ্য। শুধু বিস্বাদ লাগে এই বাধ্য হয়ে থাকা দায়িত্বের বেড়াজাল তাই না?

তিনি বলেন, কাদের লাগে জানেন? যারা সুযোগ বুঝে বাচ্চার সঙ্গে কয়েক সেকেন্ড ভিডিও রেকর্ডে মিথ্যা ইমোশন শেয়ার করে সোশ্যাল মিডিয়ায়। শুধু মায়েদেরই এসব বিস্বাদ লাগে না।

পরীমনি বলেন, একবার ভাব তো— দিনের শুরু থেকে শেষ অবধি কি কি করে একজন মা! তুমি ভাবতেও পারবা না জানোয়ার। ভাবা লাগেওনি তো বাবাদের কখনো! যারা বাবা হয় তারা সব জানে। জেনেই সব আগলে রাখে...। পরীর বাচ্চাদের এমন সো কল্ড বাপের মোটেও দরকার নেই। অন্তত এতদিনে সেটা প্রমাণিত তোমার কাছে সোনাটা।

[35196

তিনি বলেন, ওদের কাছে ওদের মা-বাপ আমি একাই সব। কারণ ওরা এটাই বুঝে বুঝে বড় হচ্ছে। কিন্তু আমাকে বুঝ দেওয়ার মতো তোমার কিচ্ছু নেই সোনা জীবনে আর।

পরীমনি বলেন, আমি সব মাফ করলেও আজীবন আমার এই ঘেন্নায় তোমাকে বাঁচতে হবে সোনা। মরে গেলে তো বেঁচেই যেতে। হসপিটালের আপডেট যায় তো সোনা তোমার ফোনে! ওসব দেখে অন্ধ হয়ে যাও না কেন তুমি? কিছু ঘেন্না খোলাই হয়।

আরবি/এসআর

Link copied!