প্রতিটি ভোর আমাদের সামনে নিয়ে আসে একটি শূন্য পৃষ্ঠা। এই পৃষ্ঠায় কী লেখা হবে তা হয়তো আমাদের সিদ্ধান্ত, পরিশ্রম ও আশার ওপর নির্ভর করে।
তবে অনেক সময় কিছু অদৃশ্য শক্তি, কিছু জ্যোতির্বৈজ্ঞানিক প্রভাব, আমাদের জীবনের গতিপথকে নীরবে প্রভাবিত করে। সেই শক্তিকে ধরতেই আমরা ফিরে যাই রাশিচক্রের অভিমুখে।
জ্যোতিষশাস্ত্রের এই গুরুত্বপূর্ণ শাখাটি আমাদের জানাতে পারে আজকের দিনটি কেমন কাটতে পারে, কোন কাজগুলো শুভ, কোন পথে সাময়িক বিরতি নেওয়াই ভালো। অনেকেই আছেন, যারা দিনের শুরুতেই রাশিচক্র অনুযায়ী ভাগ্যের গতিপথ বুঝে নিতে চান।
কারণ, রাশিফল আমাদের জানিয়ে দিতে পারে সামগ্রিকভাবে দিনের সম্ভাব্য চিত্র সতর্কতা, সাফল্য, সুযোগ আর চ্যালেঞ্জ। আজ ১৫ নভেম্বর ২০২৫ ইংরেজি, চলুন দেখে নেওয়া যাক, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আজকের দিনে আপনার রাশি কী বার্তা দিচ্ছে।
মেষ রাশি
আজ সহকর্মীর সঙ্গে বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। টনসিল বা ঠান্ডা লাগার সমস্যায় কষ্ট পেতে পারেন। ছাত্রছাত্রীরা পড়াশোনায় বাধা পেতে পারেন। সন্তানের স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়বে। দীর্ঘদিনের ঋণ আজ পরিশোধ করার সম্ভাবনা রয়েছে।
বৃষ রাশি
পাওনা টাকা পেতে সমস্য়ায় পড়তে পারেন বৃষ রাশির জাতকরা। কাউকে আর্থিক সাহায্য করলে উল্টে আপনার বিপত্তি বাড়বে। নতুন বাড়ি কিনতে পারেন বা নতুন বাড়িতে ভাড়া যেতে পারেন। উত্তরাধিকার সূত্রে সম্পত্তি বা অর্থ প্রাপ্তির যোগ রয়েছে।
মিথুন রাশি
অংশীদারি ব্যবসায় ক্ষতির আশঙ্কা রয়েছে। মোটা মাইনের চাকরির প্রস্তাব পেতে পারেন। প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক তিক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে হিসেবের গোলমালে জড়িয়ে পড়তে পারেন। কাল্পনিক ভয় আপনার উদ্বেগ বাড়াতে পারে।
কর্কট রাশি
বহুদিনের কাঙ্খিত বস্তু আজ হাতের নাগালে পেতে পারেন। রোজগার ভালো হলেও খরচ বাড়বে। আপনার কর্মদক্ষতা ও অভিজ্ঞতা ব্যবসায় কাজে লাগালে তা ফলপ্রসু এবং লাভজনক হবে। উচ্চশিক্ষায় বাধার মুখে পড়তে পারেন। শারীরিক সমস্যা হলে ডাক্তারের পরামর্শ নিন।
সিংহ রাশি
বাড়ি পরিবর্তনের যোগ রয়েছে। ব্যবসায় আয় ও ব্যয়ের উপর নজর রাখুন। কর্মক্ষেত্রে ভুলভ্রান্তি সংশোধন করে নিন। সন্তানের উন্নতিতে গর্ব অনুভব করবেন। অংশীদারি ব্যবসায় ক্ষতির সম্ভাবনা রয়েছে । বড় কোনও চুক্তিভিত্তিক কাজের সঙ্গে আজ যুক্ত হতে পারেন।
কন্যা রাশি
অফিসে সকলকে নিয়ে চলতে গিয়ে উল্টে পরিস্থিতি কন্যা রাশির জাতকদের প্রতিকূল হয়ে উঠবে। সম্পত্তি সংক্রান্ত বিবাদ এড়িয়ে চলুন। আজ সব আর্থিক সমস্যার সমাধান করতে সক্ষম হবেন। কোনও শৌখিন দ্রব্য কেনার কারণে অতিরিক্ত অর্থ ব্যয় হতে পারে।
তুলা রাশি
মানসিক চিন্তা প্রকাশ করতে না পারায় উদ্বেগ বাড়বে। আজ অর্থ রোজগারে সাময়িক বাধা পেতে পারেন। সুগন্ধি, কসমেটিকস ও শৌখিন দ্রব্যের ব্যবসায় ভালো লাভ হবে। পুরোনো ঋণ পরিশোধ করতে পারবেন। হাড় ও চামড়ার অসুখের প্রকোপ বাড়তে পারে।
বৃশ্চিক রাশি
আজ সংসারে সবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকলেও দাম্পত্যে মতভেদ আসতে পারে। কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ কথা পাঁচ কান করলে ক্ষতির সম্ভাবনা রয়েছে। কর্মহীনদের ভালো চাকরি পাওয়ার যোগ রয়েছে। মায়ের শরীর-স্বাস্থ্য চিন্তার কারণ হবে। অবিবাহিতদের বিয়েতে বাধা আসতে পারে।
ধনু রাশি
কর্মসূত্রে দূরে কোথাও যেতে হতে পারে। সহজাত সারল্যে আজ সবাইকে বিশ্বাস করলে ঠকতে হবে। হস্তশিল্প, কুটির শিল্পের কাজে অপ্রত্যাশিত উন্নতি ও আর্থিক লাভ হতে পারে। কর্মক্ষেত্রে শত্রুর দ্বারা ক্ষতির সম্ভাবনা রয়েছে। জল থেকে বিপদের আশঙ্কা আছে।
মকর রাশি
ঋণ সংক্রান্ত আবেদন আজ মঞ্জুর হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন কোনও সম্পর্কে জড়াতে পারেন। ফাটকা ব্যবসায় আর্থিক লাভের যোগ রয়েছে। ইলেকট্রিক শক বা আগুন থেকে বিপদের সম্ভাবনা থাকছে। অফিসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধ হতে পারে।
কুম্ভ রাশি
অপ্রাসঙ্গিক কারণে আজ দাম্পত্যে অশান্তি বাড়তে পারে। আত্মীয়রা বিরোধিতা করায় ক্ষতির মুখে পড়বেন। কর্মক্ষেত্রে বদলি হতে পারেন, যা আপনার মনে অসন্তোষ বাড়াবে। ঝুঁকিপূর্ণ ব্যবসা এড়িয়ে চলুন। স্ত্রী-রোগের প্রকোপ বাড়বে।
মীন রাশি
চিকিৎসা বিভ্রাটের কবলে পড়তে পারেন। নিকট বন্ধুর থেকে উপকার পেতে পারেন। মানসিক অবসাদে ভুগতে পারেন। বিরোধীরা আপনার প্রতি নমনীয় থাকবে। নতুন গাড়ি কেনার যোগ আছে। প্রতিরক্ষা বা প্রশাসনিক ক্ষেত্রে চাকরি বা পদোন্নতি হতে পারে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন