ঢাকা শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫

শনিবার কী আছে ভাগ্যে,  জেনে নিন রাশিফলে

রূপালী ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৫, ০৮:৪৮ এএম
ছবি- রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

প্রতিটি ভোর আমাদের সামনে নিয়ে আসে একটি শূন্য পৃষ্ঠা। এই পৃষ্ঠায় কী লেখা হবে তা হয়তো আমাদের সিদ্ধান্ত, পরিশ্রম ও আশার ওপর নির্ভর করে।

তবে অনেক সময় কিছু অদৃশ্য শক্তি, কিছু জ্যোতির্বৈজ্ঞানিক প্রভাব, আমাদের জীবনের গতিপথকে নীরবে প্রভাবিত করে। সেই শক্তিকে ধরতেই আমরা ফিরে যাই রাশিচক্রের অভিমুখে।

জ্যোতিষশাস্ত্রের এই গুরুত্বপূর্ণ শাখাটি আমাদের জানাতে পারে আজকের দিনটি কেমন কাটতে পারে, কোন কাজগুলো শুভ, কোন পথে সাময়িক বিরতি নেওয়াই ভালো। অনেকেই আছেন, যারা দিনের শুরুতেই রাশিচক্র অনুযায়ী ভাগ্যের গতিপথ বুঝে নিতে চান।

কারণ, রাশিফল আমাদের জানিয়ে দিতে পারে সামগ্রিকভাবে দিনের সম্ভাব্য চিত্র সতর্কতা, সাফল্য, সুযোগ আর চ্যালেঞ্জ। আজ শনিবার ৬ সেপ্টেম্বর ২০২৫, চলুন দেখে নেওয়া যাক, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আজকের দিনে আপনার রাশি কী বার্তা দিচ্ছে।

বৃষ: পেশাগত ও সামাজিক মর্যাদা বাড়তে পারে। সাময়িকভাবে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলার প্রয়োজন হতে পারে। পারিবারিক দায়দায়িত্ব বাড়বে। অর্থ উপার্জনের বিকল্প পথ পেতে পারেন।

মিথুন: কোথাও ভ্রমণের পরিকল্পনা হতে পারে। প্রস্তুতিবিহীন ভ্রমণে সতর্ক থাকতে হবে। আপনার কাজের প্রতি আরো মনোযোগী হতে হবে। কাজকে ভালোবাসলে সফলতা আপনার জন্য অবধারিত।

কর্কট: আর্থিক দিক মোটামুটি ভালো যেতে পারে। শারীরিক ও মানসিকভাবে ভালো থাকবেন। কথাবার্তায় বিশেষ সাবধানতা প্রয়োজন হতে পারে। প্রতিপক্ষের সঙ্গে তর্ক নয় আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করুন।

সিংহ: আজ আপনার আত্মাবিকাশের দিন। শুরু থেকে পরিকল্পনা করে কাজে লেগে পড়ুন। দাম্পত্য সম্পর্ক মধুময় করতে জীবনসঙ্গীকে পর্যাপ্ত সময় দিন। উপযুক্ত কাজ করার জন্য শক্তি সঞ্চয় করুন।

কন্যা: গুরুতপূর্ণ কাজে পরিচিত লোকের সাহায্য পেতে পারেন। কাজের জন্য সুনাম বাড়তে পারে। পেশাগত ক্ষেত্রে কোনো ভুল যেন না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। গৃহ বা কর্মস্থলে মাথা ঠাণ্ডা রাখুন।

তুলা: আজ সবকিছু নতুন করে ভাবতে পারেন। অপ্রত্যাশিত কিছু পেতে পারেন। শুভ পরিবর্তনকে আলিঙ্গন এবং নতুন অভিজ্ঞতার জন্য উন্মুক্ত থাকুন। ক্লান্ত বোধ করলে বিশ্রামকে অগ্রাধিকার দিন।

বৃশ্চিক: কোনো পরিকল্পনা আপনাকে সমৃদ্ধির লক্ষ্যে পৌঁছাতে সহায়ক হবে। আপনি আত্মবিশ্বাসের সঙ্গে নতুন ধারণা চালু করতে পারেন। স্বাস্থ্যঝুঁকি এড়িয়ে চলুন এবং অর্থের সঠিক ব্যবহার করুন।

ধনু: আর্থিক যোগাযোগ ফলপ্রসূ হবে। কোনো উদ্যোগ নিজের ও অন্যের কল্যাণ বয়ে আনবে। ব্যবসায় উন্নতির যোগ আছে। কাজে বাধা এলেও দীর্ঘস্থায়ী হবে না। ভুল সিদ্ধান্ত থেকে সাবধান থাকবেন।

মকর: কোনো লাভজনক পরিবর্তন আসতে পারে। অর্থপ্রাপ্তির সম্ভাবনা। দৈনন্দিন কাজকর্মে সাফল্য ও সুনাম আসবে। বিনিয়োগ লাভদায়ক হবে। পারিপার্শ্বিক অবস্থা অনুসারে নতুন উদ্যোগ নিতে পারেন।

কুম্ভ: আপনার কাজে অন্যদের সমর্থন পাবেন। কল্যাণমূলক ভাবনায় উৎসাহিত হবেন। কাজে গতি আসবে। পুরনো কোনো সমস্যা সমাধানে অগ্রগতি হবে। ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করুন।

মীন: কিছু নতুন কাজ আজ আপনাকে ব্যস্ত রাখতে পারে। বিলাসবহুল জিনিসগুলোতে ব্যয় না করার ব্যাপারে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। কাজে অন্যের সহযোগিতা পাবেন। গুরুত্বপূর্ণ কাজ ধৈর্য ধরে শেষ করুন।