আর্জেন্টিনার জার্সি গায়ে গতকাল লিওনেল মেসি নিজের ঘরের মাঠে শেষ ম্যাচটি খেললেন। এই ঐতিহাসিক মুহূর্তে আবেগের সঙ্গে মিশে ছিল এক টুকরো উত্তেজনা।
ভেনেজুয়েলার বিপক্ষে ৩-০ গোলে জয়ের ম্যাচে মেসির সঙ্গে প্রতিপক্ষ দলের খেলোয়াড় টমাস রিনকনের বাগবিতণ্ডা তৈরি হয়, যা মাঠের উত্তেজনাকে আরও বাড়িয়ে তোলে।
ম্যাচ চলাকালে বেশকিছু ফাউলের ঘটনা ঘটে, যার মধ্যে একটিতে মেসিকে ফাউল করেন রিনকন। এর জেরে প্রথমার্ধ শেষে যখন খেলোয়াড়রা ড্রেসিংরুমে ফিরছিলেন, তখন রিনকন মেসিকে পেছন থেকে হালকা ধাক্কা দেন।
এতে ক্ষুব্ধ হয়ে মেসিও রিনকনের দিকে তেড়ে যান। পরিস্থিতি দ্রুত জটিল হতে শুরু করলে সতীর্থ সালোমন রন্দন দ্রুত হস্তক্ষেপ করে দুজনকে আলাদা করেন। পরে মেসি তার পুরোনো বন্ধু এবং সাবেক ইন্টার মিয়ামি সতীর্থ হোসেফ মার্টিনেজকে জড়িয়ে ধরলে পরিস্থিতি শান্ত হয়।
ম্যাচ শেষে মেসি বলেন, এই মাঠে আমি অনেক কিছুই অনুভব করেছি, ভালোও, খারাপও। তবে আমাদের মানুষের সামনে খেলাটা সবসময়ই আনন্দের।
২০২৬ বিশ্বকাপ প্রসঙ্গে তিনি জানান, নিজের শারীরিক অবস্থা ভালো থাকলে পঞ্চম বিশ্বকাপে খেলার ইচ্ছা তার রয়েছে। তবে তিনি সতর্ক করে বলেন যে, তিনি সবকিছু ‘দিন-দিন’, ‘ম্যাচ-ম্যাচ’ ভিত্তিতে এগিয়ে নিতে চান।