ঢাকা শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫

শেষ বলে বার্বাডোজের বিপক্ষে জয় পেল সাকিবের অ্যান্টিগা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৫, ১০:৫৬ এএম
আন্দ্রিস গুস।

ক্রিকেট মাঠে শেষ বলের উত্তেজনা সবসময়ই বাড়তি রোমাঞ্চ নিয়ে আসে। তেমনই এক রোমাঞ্চকর ম্যাচে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) বার্বাডোজ রয়্যালসকে ৪ উইকেটে হারিয়েছে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস।

দলের এই দারুণ জয় এলেও ব্যক্তিগতভাবে ভালো দিন কাটেনি বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের। ব্যাটে-বলে নিজের সেরাটা দিতে না পারলেও, দলের জয়ে বড় ভূমিকা রেখেছেন আন্দ্রিস গুস, যিনি অপরাজিত ৮৫ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেছেন।

এদিন বার্বাডোজে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় অ্যান্টিগা। ব্যাট করতে নেমে বার্বাডোজের ওপেনার ব্রেন্ডন কিং জীবন পেয়ে সেই সুযোগ কাজে লাগিয়ে ৬৫ বলে ৯৮ রানের এক অপরাজিত ইনিংস খেলেন।

এ ছাড়া, শেরফান রাদারফোর্ড ১৭ বলে ২৯ রানের একটি ঝড়ো ইনিংস খেলেন। নির্ধারিত ২০ ওভারে বার্বাডোজ ৪ উইকেট হারিয়ে ১৮৭ রানের বড় সংগ্রহ দাঁড় করায়।

এদিন বল হাতে সাকিব বেশ খরুচে ছিলেন। নিজের প্রথম ওভারে ১২ রান দেন তিনি। পরের ওভারে ৬ রান দিয়ে কিছুটা ছন্দ ফিরে পেলেও, তৃতীয় ওভারে তিনি ১৫ রান খরচ করেন। সব মিলিয়ে, ৩ ওভারে ৩৩ রান দিয়ে কোনো উইকেট পাননি এই বাঁহাতি স্পিনার।

জবাবে ব্যাট করতে নেমে অ্যান্টিগার দুই ওপেনার আমির জাঙ্গু ও আন্দ্রেস গুস ভালো শুরু করেন। জাঙ্গু ১৪ বলে ২৩ রান করে আউট হলেও, গুস একপ্রান্ত ধরে রেখে ঝড়ো ব্যাটিং চালিয়ে যান।

তৃতীয় উইকেট পতনের পর ব্যাট করতে আসেন সাকিব। দুটি বাউন্ডারি হাঁকিয়ে ভালো কিছুর ইঙ্গিত দিলেও তিনি ১২ বলে মাত্র ১৫ রান করে বাউন্ডারিতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন।

শেষদিকে ম্যাচ যখন টানটান উত্তেজনায়, তখন দলের হাল ধরেন ইমাদ ওয়াসিম ও আন্দ্রিস গুস। ইমাদ রানআউট হলেও, শেষ বলে দুই রান নিয়ে দলের জয় নিশ্চিত করেন স্প্রিঙ্গার।