রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৫, ০৪:৫৪ পিএম

৩০ সেকেন্ডেই গরম মাথা ঠান্ডা করার উপায়!

রূপালী ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৫, ০৪:৫৪ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

রাস্তায় গাড়ির হর্নে বিরক্ত, অফিসে সহকর্মীর কথা পছন্দ হয়নি কিংবা পরিবারের কারও আচরণে মেজাজ খারাপ। এমন ঘটনা প্রায় সবার জীবনেই ঘটে। ঠিক সেই মুহূর্তের রাগে আমরা এমন কিছু করে ফেলি যা পরে নিজের নিজেরই খারাপ লাগার কারণ হয়ে দাঁড়ায়।

মনোবিজ্ঞানীরা বলছেন, এই ‘রাগ’ নামের আবেগ আসলে মানুষের মস্তিষ্কের এক ছোট্ট অংশের নিয়ন্ত্রণে। আর সেটিই মুহূর্তের মধ্যে পুরো শরীরের প্রতিক্রিয়া বদলে দিতে পারে।

তবে আশার খবর হলো, মাত্র ৩০ সেকেন্ডেই রাগ নিয়ন্ত্রণে আনা সম্ভব! শুনতে অবিশ্বাস্য মনে হলেও বাস্তবে এমনটাই জানাচ্ছেন ভারতের খ্যাতনামা স্নায়ু বিশেষজ্ঞ ডা. কল্লোল দে।

সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি একটি ভিডিও পোস্টে জানিয়েছেন, ‘রাগ উঠলে হাতে একটা বরফের টুকরো ধরলেই মাথা ঠান্ডা হয়ে যাবে।’ শুনে অবাক লাগলেও এর পেছনে রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা।

বিশেষজ্ঞদের ভাষায়, আমাদের মস্তিষ্কে একটি অংশ ‘অ্যামিগডালা’ রয়েছে। এই অংশই আমাদের আবেগ, ভয়, আনন্দ ও রাগ নিয়ন্ত্রণ করে। ডা. কল্লোল দে বলেন, ‘রাগ উঠলে অ্যামিগডালা যেন আগুনে জ্বলে ওঠে। তখন শরীরের নিউরাল ট্র্যাফিক বা স্নায়ুতন্ত্রের সংকেত পুরোপুরি ওলটপালট হয়ে যায়। ফলে আমরা তখন যুক্তি হারিয়ে ফেলি, আচরণ নিয়ন্ত্রণে থাকে না।’

ডা. কল্লোল দে পরামর্শ দিয়েছেন, রাগ উঠলে সঙ্গে সঙ্গে হাতে একটি আইস কিউব ধরুন। ৩০ সেকেন্ড ধরে রাখুন। তখন আপনার অ্যামিগডালা ঠান্ডা হবে।

চিকিৎসকের ব্যাখ্যায়, বরফের ঠান্ডা অনুভূতি শরীরের স্নায়ুতন্ত্রকে দ্রুত বিভ্রান্ত করে দেয়। মাথা তখন ঠান্ডা অনুভূতির প্রতি মনোযোগী হয়, ফলে অ্যামিগডালা থেকে নিউরাল ট্র্যাফিক সরে গিয়ে মস্তিষ্কের ‘প্রিফ্রন্টাল কর্টেক্স’ অংশ সক্রিয় হয়, যেটি সিদ্ধান্ত ও আত্মনিয়ন্ত্রণের কেন্দ্র। ফলাফল—রাগ কমে যায় এবং চিন্তাভাবনা পরিষ্কার হয়।

Link copied!