ঢাকা শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

মাইলস্টোন ট্র্যাজেডি’ : বাঁচানো গেল না তাসনিয়াকে

মেডিকেল প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৫, ১০:৩৮ এএম
ছবি- সংগৃহীত

রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ অষ্টম শ্রেণির শিক্ষার্থী তাসনিয়া চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে।

শনিবার (২৩ আগস্ট) সকাল ৮টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

বিষয়টি নিশ্চিত করেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান।

তিনি জানান, গত মাসের ২১ তারিখে তাসনিয়াকে শরীরে ৩৫ শতাংশ দগ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। আজ সকাল ৮টার দিকে বার্ন ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

ডা. শাওন আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত জাতীয় বার্ন ইনস্টিটিউটে ২০ জন মারা গেছে। বর্তমানে চিকিৎসাধীন ২৩ এবং ১৪ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

তাসনিয়ার বাবা মো. নাজমুল জানান, ‘আমাদের দেশের বাড়ি ফরিদপুরের মধুখালী এলাকায়। বর্তমানে পরিবার নিয়ে উত্তরার খালপাড় এলাকায় ভাড়া থাকি। দুই ভাই এক বোনের মধ্যে তাসনিয়া ছিল বড়। প্রায় ৩২ দিন মৃত্যুর সাথে লড়ে আজ সকালে আমার মেয়ে না ফেরার দেশে চলে গেল। এতদিন তো আমার মেয়ে আমার কাছেই ছিল, আজ চলে গেল এই বলে কান্নায় ভেঙে পড়েন তিনি।’