পটুয়াখালীর দশমিনায় অপারেশন ডেভিল হান্টে আওয়ামী লীগের নেতা মজিবুর গাজী (৫৪) ও যুবলীগের মেহেদী হাসান (৩৫) নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে আসামিদের নিজ নিজ এলাকার হাজিরহাট ও আলিপুর ইউনিয়ন থেকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত মজিবর গাজী উপজেলা সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের গাজী বড়ির মৃত্যু বারেক গাজীর ছেলে, তিনি ওই ওয়ার্ডের আ.লীগের সভাপতি পদে দায়িত্ব রয়েছেন।
অপর আসামি মেহেদী হাসান উপজেলার আলিপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের খনিসাখালী গ্রামের সোহরাব হাওলাদারের ছেলে, তিনি উপজেলা যুবলীগের সহ-সম্পাদক পদে দায়িত্ব রয়েছেন।
থানা সূত্রে জানা যায়,২০২২ সালের ৬ মার্চ বিকেলে উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে ইউনিয়ন বিএনপির কাউন্সিল চলোমান অবস্থায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ভংচুর, সন্ত্রাসী হামলা চালায় এতে অনেক নেতাকর্মী আহত হয়।
এরপর ওই ঘটনাকে কেন্দ্র করে বেতাগী সানকিপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সবুজ ঢালী বাদী হয়ে গত ১৩-০২-২৫ ইং রোজ বৃহস্পতিবার দশমিনা থানায় সাবেক এমপি সহ আ.লীগের অর্ধশতাধিক নেতা কর্মীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন তিনি।
পরে বৃহস্পতিবার রাত ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দশমিনা থানার এসআই মাসুম বিল্লাহ নেতৃত্বে পুলিশের একটি দল অপারেশন ডেভিল হান্ট অভিযান পরিচলন করে মামালার এজাহারের সন্ধিগ্ধ আসামি মজিবুর গাজী কে উপজেলার হাজিরহাট এলাকা থেকে ও মেহেদী হাসানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, বৃহস্পতিবার রাতে অপারেশন ডেভিল হান্ট পরিচলন করে আওয়ামী লীগের নেতা মজিবুর গাজী ও যুবলীগের মেহেদী হাসানকে বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের আজ আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলমান আছে।

