শনিবার, ১২ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ৮, ২০২৫, ১১:৩৮ এএম

পাসওয়ার্ড ছাড়াই ফেসবুক লগইন করার নতুন নিয়ম

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ৮, ২০২৫, ১১:৩৮ এএম

মোবাইলে ফেসবুক লগইন করছেন এক ব্যক্তি। ছবি- সংগৃহীত

মোবাইলে ফেসবুক লগইন করছেন এক ব্যক্তি। ছবি- সংগৃহীত

পাসওয়ার্ড মনে রাখার ঝামেলা কমাতে নতুন সুবিধা চালু করেছে ফেসবুক। এবার থেকে ‘পাসকি’ নামক ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই পাসওয়ার্ড ছাড়াই নিজের অ্যাকাউন্টে লগইন করতে পারবেন।

কীভাবে কাজ করে পাসকি?

পাসকি হলো একটি নিরাপদ অথেনটিকেশন ব্যবস্থা, যা ফিঙ্গারপ্রিন্ট, ফেস আইডি বা ডিভাইসের পিন ব্যবহার করে লগইন নিশ্চিত করে। এটি ফিশিং প্রতিরোধে সহায়তা করে এবং নিরাপত্তার দিক থেকে পাসওয়ার্ডের চেয়ে অনেক বেশি কার্যকর।

যেভাবে ব্যবহার করবেন

১. ফেসবুক অ্যাপে যান।

২. সেটিংসে গিয়ে ‘Password and Security’ অপশনে ক্লিক করুন।

৩. সেখানে ‘Passkey’ সেটআপ করার অপশন পাবেন।

৪. আপনার ডিভাইসের বায়োমেট্রিক বা পিন দিয়ে সেটআপ সম্পন্ন করুন।

এই সুবিধাটি আপাতত শুধু মোবাইল অ্যাপে চালু হলেও ধীরে ধীরে ওয়েবেও চালু করা হবে বলে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

‘পাসকি’ আসলে কী?

‘পাসকি’ হলো আধুনিক অথেনটিকেশন প্রযুক্তি, যা পাসওয়ার্ড ছাড়াই নিরাপদভাবে লগইনের সুযোগ দেয়। এটি ব্যবহারকারীর বায়োমেট্রিক তথ্য (ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আইডি) কিংবা ডিভাইস আনলক পদ্ধতি দিয়ে কাজ করে। এতে ফিশিং বা পাসওয়ার্ড চুরি হওয়ার আশঙ্কা থাকে না, কারণ লগইন প্রক্রিয়াটি নির্ভর করে ব্যবহারকারীর নিজস্ব ডিভাইসের ওপর। এই প্রযুক্তি এখন গুগল, অ্যাপল, মাইক্রোসফট, হোয়াটসঅ্যাপ ও ফেসবুকেও চালু হয়েছে।

‘পাসকি’ প্রযুক্তির মূল সুবিধাগুলো হলো

পাসওয়ার্ডের ঝামেলা নেই–কিছুই মনে রাখতে হয় না।

উচ্চ নিরাপত্তা–ফিশিং বা ডেটা চুরি ঠেকানো সহজ হয়।

বায়োমেট্রিক অথেনটিকেশন–ফিঙ্গারপ্রিন্ট, ফেস আইডি বা ফোন আনলকেই লগইন।

ব্যবহার সহজ–লগইন প্রক্রিয়া দ্রুত এবং ঝামেলাহীন।

এতে করে ইউজারদের অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঝুঁকি অনেক কমে যায়।

‘পাসকি’ ফিচারের মূল দিকগুলো হলো

পাসওয়ার্ড ছাড়াই দ্রুত ও সহজ লগইন

আইওএস ও অ্যান্ড্রয়েড ডিভাইসে ব্যবহারযোগ্য

ফেসবুক ও মেসেঞ্জারে একই ‘পাসকি’ চলবে

ভবিষ্যতে মেটা পে-তেও ব্যবহারযোগ্য হবে

পেমেন্টে অটোফিল সুবিধাও আসবে ‘পাসকি’র মাধ্যমে। এতে নিরাপত্তা বাড়বে, আবার লগইন বা লেনদেন হবে আরও সহজ।

ফেসবুকে ‘পাসকি’ চালু করতে যা করতে হবে

এরপর প্রতিবার ফেসবুকে লগইন করতে আর পাসওয়ার্ড লাগবে না—ডিভাইস আনলক করলেই হবে। মেটা জানাচ্ছে, আপনার বায়োমেট্রিক তথ্য তারা সংরক্ষণ বা শেয়ার করে না।

মেটা জানিয়েছে, ‘পাসকি’ তৈরির সময় ব্যবহারকারীর প্রদত্ত বায়োমেট্রিক তথ্য তারা সংরক্ষণ করে না এবং অন্য কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থার সাথে শেয়ারও করে না। অর্থাৎ, ব্যবহারকারীর বায়োমেট্রিক তথ্য সুরক্ষিত ও নিরাপদ থাকবে বলেই আশ্বাস দিচ্ছে মেটা।

‘পাসকি’ ব্যবহার করলে পাসওয়ার্ড ও টু-ফ্যাক্টর অথেনটিকেশনের কী হবে?

না, ‘পাসকি’ ব্যবহার করলে আপনার পাসওয়ার্ড, টু-ফ্যাক্টর অথেনটিকেশন (2FA) বা সিকিউরিটি কি নিষ্ক্রিয় হবে না। ফেসবুকে লগইনের জন্য এগুলো আগের মতোই সক্রিয় থাকবে। আপনি ইচ্ছে করলে যেকোনো একটি পদ্ধতি ব্যবহার করতে পারবেন।

অর্থাৎ, ‘পাসকি’ শুধু একটি অতিরিক্ত বিকল্প, পুরোনো পদ্ধতিগুলোর বিকল্প নয়। তথ্যসূত্র: মেটা, দ্য ভার্জ

Shera Lather
Link copied!