ঢাকা রবিবার, ২৭ জুলাই, ২০২৫

বাংলাদেশিদের জন্য বড় দুঃসংবাদ দিল টিকটক

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৬, ২০২৫, ০৭:১৩ পিএম
ছবি- সংগৃহীত

২০২৫ সালের প্রথম তিন মাসে কনটেন্ট নিয়ন্ত্রণে আগের চেয়ে আরও কঠোর হয়েছে টিকটক। বাংলাদেশ থেকে এই সময়ে ১ কোটি ১০ লাখের বেশি ভিডিও সরিয়ে নেওয়া হয়েছে, যা প্ল্যাটফর্মে আপলোড হওয়া ভিডিওর বিশাল একটি অংশ।

২০২৫ সালের প্রথম প্রান্তিকে বাংলাদেশ থেকে ১ কোটি ১০ লাখ ৬ হাজার ৯৬০টি ভিডিও সরিয়েছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক। টিকটকের মতে, এই ভিডিওগুলোর মধ্যে ৯৯ দশমিক ৬ শতাংশই সরানো হয়েছে সয়ংক্রিয়ভাবে, আর এর ৯৭ দশমিক ৭ শতাংশ ডিলিট করা হয়েছে ভিডিও প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যেই।

টিকটক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

প্ল্যাটফর্মটির নিয়মিত প্রকাশিত ‘কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট’-এ জানানো হয়, ২০২৫ সালের জানুয়ারি থেকে মার্চ- এই সময়ের মধ্যেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে।

শুধু বাংলাদেশ নয়, বিশ্বজুড়ে এই সময় টিকটক মোট ২১ কোটি ১০ লাখ ভিডিও সরিয়েছে, যা প্ল্যাটফর্মে আপলোড হওয়া মোট কনটেন্টের প্রায় ০ দশমিক ৯ শতাংশ। এর মধ্যে ১৮ কোটি ৪৩ লাখের বেশি ভিডিও সরানো হয়েছে স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করে। তবে যাচাই-বাছাইয়ের পর ৭৫ লাখের বেশি ভিডিও আবার ফিরিয়ে দেওয়া হয়েছে টিকটকে।

রিপোর্টে আরও বলা হয়েছে, ভিডিও সরানোর প্রধান কারণগুলোর মধ্যে ছিল সংবেদনশীল বিষয়বস্তু (৩০.১%), নিরাপত্তা নীতিমালা লঙ্ঘন (১১.৫%), গোপনীয়তা ও সুরক্ষা লঙ্ঘন (১৫.৬%), ভুল তথ্য (৪৫.৫%) এবং এডিট করা বা এআই-জেনারেটেড কনটেন্ট (১৩.৮%)।

টিকটক জানায়, ব্যবহারকারীদের জন্য একটি নিরাপদ ও দায়িত্বশীল অনলাইন পরিবেশ নিশ্চিত করতে তারা নিয়মিতভাবে কনটেন্ট পর্যবেক্ষণ ও অপসারণ করে থাকে। প্রতিবেদনটি সেই স্বচ্ছতা বজায় রাখারই অংশ।