ঢাকা সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

পরিবর্তন হয়নি যেসব ফোনের ডায়াল প্যাড

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৫, ০৭:২০ এএম
ছবি- সংগৃহীত

হঠাৎ করেই বদলে যাচ্ছে অনেক স্মার্টফোনের ডায়াল প্যাড। ব্যবহারকারীরা বলছেন, ফোন হাতে নিতেই বিভ্রান্ত হচ্ছেন তারা। কেউ কেউ আবার জরুরি কল করতেও পড়ছেন বিপাকে।

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এই পরিবর্তনের পেছনে রয়েছে সফটওয়্যার আপডেট। চলতি মাসে গুগল ডায়ালারের নতুন সংস্করণ ধাপে ধাপে চালু করায় রিয়েলমি, অপো, ওয়ানপ্লাস, মোটোরোলা ও রেডমি ব্র্যান্ডের ফোনে ডায়াল প্যাড ও কল স্ক্রিনে নতুন ডিজাইন দেখা যাচ্ছে।

তবে সব ফোনে এ পরিবর্তন হয়নি। স্যামসাং, ভিভো ও আইফোনসহ কয়েকটি ব্র্যান্ড তাদের নিজস্ব ডায়ালার ব্যবহার করায় সেখানে আগের নকশাই বজায় রয়েছে।

বিশেষজ্ঞরা জানান, কারও কাছে এই নতুন ডিজাইন অস্বস্তিকর মনে হলে সেটি আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব। এজন্য গুগল প্লে স্টোর থেকে ‘ফোন বাই গুগল’ বা গুগল ডায়ালারের সর্বশেষ আপডেট আনইনস্টল করলেই পুরোনো ডায়াল প্যাড ফিরে আসবে।