ফোন, ল্যাপটপ কিংবা অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস সচল রাখতে চার্জার অপরিহার্য। চার্জার ছাড়া যত উন্নত ডিভাইসই হোক, সেটি কার্যত অচল। কিন্তু লক্ষ্য করলে দেখা যায়, প্রায় সব চার্জারই সাদা বা কালো রঙের। কেন অন্য রঙের চার্জার বাজারে খুব একটা দেখা যায় না, তা নিয়ে অনেকেরই কৌতূহল রয়েছে।
প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, এর পেছনে মূলত দুটি কারণ কাজ করে-তাপ নিয়ন্ত্রণ ও উৎপাদন খরচ। রঙভেদে তাপ শোষণের ক্ষমতা ভিন্ন হয়। কালো রঙ তাপ শোষণে সবচেয়ে কার্যকর, ফলে বিদ্যুৎ প্রবাহের সময় চার্জার দ্রুত অতিরিক্ত গরম হয় না এবং অভ্যন্তরীণ উপাদানগুলোও সুরক্ষিত থাকে। অন্যদিকে সাদা রঙ তুলনামূলকভাবে আরও কম উত্তপ্ত হয়, তাই সাম্প্রতিক সময়ে বিভিন্ন প্রতিষ্ঠান সাদা চার্জারের দিকে ঝুঁকছে।
খরচের বিষয়টিও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কালো চার্জারের কাঁচামালের খরচ অন্যান্য রঙের তুলনায় অনেক কম হওয়ায় কোম্পানিগুলো এই রঙকেই বেশি পছন্দ করে। অন্য রঙে তৈরি করলে উৎপাদন ব্যয় বেড়ে যায়, পাশাপাশি বাজারে বিক্রির ঝুঁকিও থেকে যায়, কারণ অচেনা রঙের চার্জারের প্রতি ব্যবহারকারীদের ঝোঁক কম।
বর্তমানে অ্যাপলসহ রেডমি, ভিভো, অপো, ওয়ানপ্লাসের মতো ব্র্যান্ড সাদা চার্জার সরবরাহ করছে। এ ছাড়া প্রিমিয়াম ব্র্যান্ডগুলো ডিভাইসের নকশার সঙ্গে মানানসই রঙের চার্জার দিতে আগ্রহী হচ্ছে, তবে বাজারের বড় অংশ এখনো কালো চার্জারের ওপর নির্ভরশীল। কারণ কালো চার্জার তাপ নিয়ন্ত্রণে কার্যকর, টেকসই এবং দীর্ঘদিনের নির্ভরযোগ্যতার প্রতীক হিসেবে টিকে আছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন