৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষার মানবণ্টন ও সিলেবাস নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এ পরীক্ষা হবে ৩০০ নম্বরের। এর মধ্যে এমসিকিউ পদ্ধতিতে ২০০ নম্বরের পরীক্ষা হবে। বাকি ১০০ নম্বর থাকবে মৌখিক পরীক্ষার জন্য।
তবে এই বিশেষ বিসিএসের মাধ্যমে স্বাস্থ্য ক্যাডার নাকি শিক্ষা ক্যাডারে নিয়োগ দেয়া হবে, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০০ নম্বর বণ্টন হবে–প্রার্থী যে বিষয়ের জন্য পরীক্ষা দেবেন, সেই বিষয়ের ওপর ১০০ নম্বরের পরীক্ষা আর বাকি ১০০ নম্বর হবে সাধারণ বিষয়ে। সাধারণ বিষয়ে ১০০ নম্বর নম্বর বণ্টন হবে–বাংলায় ২০ নম্বর, ইংরেজিতে ২০ নম্বর, বাংলাদেশ বিষয়াবলিতে ২০ নম্বর, আন্তর্জাতিক বিষয়াবলিতে ২০ নম্বর, গাণিতিক যুক্তিতে ১০ নম্বর ও মানসিক দক্ষতায় ১০ নম্বর। এই পরীক্ষার জন্য সর্বমোট সময় থাকবে দুই ঘণ্টা।
প্রতিটি এমসিকিউ প্রশ্নের সঠিক উত্তরের জন্য ১ নম্বর দেয়া হবে এবং ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা যাবে।
মৌখিক পরীক্ষায় পাস করতে প্রার্থীকে ন্যূনতম ৫০ নম্বর পেতে হবে প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :