ট্রাফিক পুলিশের সহায়ক হিসেবে শিক্ষার্থীদের যেভাবে পার্টটাইম নিয়োগ দেওয়া হয়েছে, সেভাবেই তাদের সরকারের বিভিন্ন দপ্তরে নিয়োগের কথা ভাবছে সরকার।
পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের বরাত দিয়ে দেশের বেশকিছু প্রথম সারির গণমাধ্যম এমন খবর প্রকাশ করেছে।
প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, শনিবার (২৮ জুন) ঢাকা উত্তর সিটি করপোরেশনের নগর ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ।
আসিফ মাহমুদ বলেন, ‘বিভিন্ন উন্নত দেশের মতো ৫ আগস্টের পরে ট্রাফিক পুলিশের সহায়ক হিসেবে প্রায় এক হাজার শিক্ষার্থীদের পার্টটাইম হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অনুরূপভাবে আমরা সরকারের বিভিন্ন অফিসে পার্টটাইম চাকরিতে নিয়োগ দিতে চাই শিক্ষার্থীদের।
উপদেষ্টা আসিফের ধারণা, বিভিন্ন দপ্তরে কিছু পদে ফুলটাইমে স্থায়ী নিয়োগ দরকার হয় না। তাই পার্টটাইমে নিয়োগ দিলে সরকারের ব্যয় কমবে, একইসাথে শিক্ষার্থীদেরও আর্থিক সচ্ছলতা আসবে।
অনুষ্ঠানে তিনি আরও জানান, বিষয়টি নিয়ে ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছে মন্ত্রণালয়। সরকারি দপ্তরে কীভাবে শিক্ষার্থীদের পার্টটাইম নিয়োগ দেওয়া হবে সে বিষয়ে আলোচনা চলছে।
এদিকে ঢাকার ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে ও শৃঙ্খলা আনতে পুলিশের সঙ্গে একযোগে কাজ করছেন শিক্ষার্থীরা। পার্টটাইম হিসেবে ৪ ঘণ্টা করে সড়কের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা।




সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন