ঢাকা বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

ডিজিএফআই’র সাবেক মহাপরিচালক খালেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ২২, ২০২৫, ০৪:৫৭ পিএম
ডিজিএফআই’র সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ। ছবি- সংগৃহীত

ডিজিএফআই’র সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। একই সঙ্গে তার স্ত্রী নিগার সুলতানা খালেদেরও দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এই আদেশ দেয়। এরআগে এ বিষয়ে আবেদন করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের পরিচালক এস এম এম আখতার হামিদের আবেদনে জানানো হয়, ‘শেখ মামুন খালেদের বিরুদ্ধে শেয়ার বাজারে অবৈধ লেনদেন, ক্ষমতার অপব্যবহার, অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে। অভিযোগ রয়েছে, তিনি নিজের ও পরিবারের সদস্যদের নামে এসব সম্পদ অর্জন করেছেন।’

আবেদনে আরও বলা হয়, ‘অনুসন্ধান চলাকালে বিশ্বস্ত সূত্রে জানা যায় অভিযুক্তরা দেশত্যাগ করে পালিয়ে যেতে পারেন। সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া একান্ত প্রয়োজন।’