ঢাকা শনিবার, ২৬ জুলাই, ২০২৫

ভার্জিনিয়ায় জয়ের ২ আলিশান বাড়ির সন্ধান

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৪, ২০২৫, ০৭:৫৫ পিএম
ভার্জিনিয়ায় জয়ের দুই আলিশান বাড়ির সন্ধান পেয়েছে দুদক। ছবি- সংগৃহীত

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের নামে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে দুইটি বিলাসবহুল বাড়ির সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বাড়ি দুটির আনুমানিক মূল্য ৫৩ কোটি টাকার বেশি।

দুদক সূত্রে জানা গেছে, এসব বাড়ি জয় ২০১৪ সালের ৫ মে ও ২০২৪ সালের ৬ জুলাই কিনেছিলেন। কিন্তু এগুলোর কোনো তথ্য বাংলাদেশের আয়কর নথিতে উল্লেখ করেননি তিনি। দীর্ঘ অনুসন্ধান ও তথ্য যাচাইয়ের পর বাড়ি দুটি জব্দের জন্য আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে সংস্থাটি।

দুদকের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, বাড়িগুলোর সুনির্দিষ্ট ঠিকানাসহ বিস্তারিত তথ্য কমিশনে জমা দেওয়া হয়েছে। কমিশনের অনুমোদনের পর আদালতের মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। আদালতের আদেশ পাওয়ার পর আন্তর্জাতিক আইনি প্রক্রিয়া অনুসরণ করে যুক্তরাষ্ট্রে তথ্য পাঠানো হবে। এরপর মার্কিন কর্তৃপক্ষের মাধ্যমে বাড়িগুলো জব্দ করা সম্ভব হতে পারে।

এ ছাড়াও দুদকের তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। সূত্র বলছে, সজীব ওয়াজেদ জয়ের নামে যুক্তরাষ্ট্রে আরও অন্তত ১৩টি বাড়ি এবং একটি শপিংমল থাকার অভিযোগ রয়েছে। এসব সম্পদের বিষয়ে অনুসন্ধান চলছে।

দুদক বলছে, এ ধরনের তথ্য গোপন করা মানে আয়কর আইন ও দুর্নীতি দমন আইনের গুরুতর লঙ্ঘন। তাই সকল তথ্য যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।