ঢাকা মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

চানখারপুলে ৬ হত্যা: ৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ চলছে

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১২, ২০২৫, ০১:৪৫ পিএম
শাহবাগ থানার বরখাস্ত পরিদর্শক আরশাদকে আদালতে হাজির করা হয়েছে। ছবি- সংগৃহীত

জুলাই-আগস্ট আন্দোলনে রাজধানীর চানখারপুলে শিক্ষার্থী আনাসসহ ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ আট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) এ মামলায় হাজির করা হয়েছে শাহবাগ থানার বরখাস্ত পরিদর্শক আরশাদ এবং তিন কনস্টেবল সুজন, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল। 

এ মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিবসহ অপর চার আসামি এখনো পলাতক রয়েছেন।

এর আগে, গত ২১ এপ্রিল এই মামলায় আটজনকে অভিযুক্ত করে ট্রাইব্যুনালে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা। পরে ১৪ জুলাই আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন ট্রাইব্যুনাল।