ঢাকা সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

নাশকতার দুই মামলায় মির্জা ফখরুলসহ ১০৬ জনের অব্যাহতি

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৫, ০৬:৩০ পিএম
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি- সংগৃহীত

ঢাকার দুই থানার নাশকতার মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ মোট ১০৬ জনকে অব্যাহতি দিয়েছেন আদালত।

সোমবার (১৫ সেপ্টেম্বর) ঢাকার হাকিম ও জজ আদালতের দুই বিচারক আলাদাভাবে এ আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রথম মামলাটি শাহবাগ থানায় দায়ের হয়েছিল। ২০১৯ সালের ১১ ডিসেম্বর বার কাউন্সিলের নির্মাণাধীন প্রধান ফটকের সামনে কয়েকটি মোটরসাইকেলসহ যানবাহনে অগ্নিসংযোগ করা হয়। অভিযোগ ওঠে, খালেদা জিয়ার জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার জামিন শুনানিকে প্রভাবিত করার উদ্দেশ্যে এ নাশকতা চালানো হয়েছিল। 

এ ঘটনায় দায়ের হওয়া মামলায় তদন্ত শেষে পুলিশ বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে কোনো প্রমাণ না পেয়ে চূড়ান্ত প্রতিবেদনে ৭৭ জনের অব্যাহতির সুপারিশ করে। সোমবার ঢাকার মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ সেই প্রতিবেদন গ্রহণ করে আসামিদের অব্যাহতি দেন।

অব্যাহতি পাওয়া নেতাদের মধ্যে রয়েছেন: বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব উন-নবী খান সোহেল, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, খায়রুল কবির খোকন, সাইফুল আলম নীরব ও সুলতান সালাহ উদ্দিন টুকু।

অন্যদিকে ২০১৩ সালের ২ মার্চ রমনা থানাধীন শান্তিনগর এলাকায় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি বিক্ষোভ মিছিল বের করলে সংঘর্ষের ঘটনা ঘটে।

ওই ঘটনায় দায়ের করা নাশকতার মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুসহ ২৯ নেতাকর্মীকে অব্যাহতি দিয়েছেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম ওয়াহিদুজ্জামান।

এই মামলায় অব্যাহতি পাওয়া আরও কয়েকজন হলেন: বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, মীর সরাফত আলী সপু, ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিব, যুবদলের সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার এবং যুবদল নেতা হামিদুর রহমান হামিদ।

আসামিপক্ষের আইনজীবীরা অভিযোগপত্রের বিরুদ্ধে আপত্তি জানিয়ে অব্যাহতির আবেদন করেন। আদালত তা মঞ্জুর করে মামলার সব আসামিকে অব্যাহতি দেন।